নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার উপস্থিতি ও আমার পরিচয়: www.linktr.ee/mhshihab

মাহদী হাসান শিহাব

কৌতুহলী পাঠক ও লেখক

মাহদী হাসান শিহাব › বিস্তারিত পোস্টঃ

সিনেমা দেখাদেখি: কয়েকটি সিনেমা ও আমার বর্তমান অভিজ্ঞতা

২০ শে মার্চ, ২০২৫ রাত ১০:৫৯

এক সময় হিন্দি গান প্রচুর শোনা হলেও হিন্দি সিনেমা দেখেছি খুব কম।

তাই এবছরের তালিকায় প্রথম দিকেই কয়েকটি হিন্দি সিনেমা দেখবো বলে ঠিক করেছিলাম। চারটি হিন্দি সিনেমা দেখলাম আজ পর্যন্ত ২০২৫ সালে।

আজ দেখলাম "কাল হো না হো"

এর আগে দেখেছি-

দিল তো পাগাল হে
কুচ কুচ হোতা হে

এবং সিকান্দার কা মুকাদ্দার

প্রথম তিনটাই শাহরুখ খানের নামকরা সিনেমা। প্রত্যেকটি সিনেমাই অন্তত ২০ বছর বা তার বেশি সময় আগের।

ছোটকালে এইসব সিনেমার গান ছিলো মানুষের মুখে মুখে। সিনেমা না দেখলেও সিনেমাগুলোর সব গানই হাজারবার শোনা।

জীবনে বিভিন্ন সিনেমা দেখার পর শাহরুখ খানের এই সিনেমা দেখা আমার জন্য সময় নষ্ট হয়েছে। তিনটা সিনেমাই প্রেম, আবেগ নির্ভর ত্রিভুজ প্রেমের কাহিনী। মোটা দাগে। শাহরুখ খানের অভিনয় প্রায় সব সিনেমাই একইরকম এবং তার প্রায় দুটি করে প্রেমিকা। কাল হো না হো তে প্রেমিকা একটা হইলেও ত্রিভুজ প্রেম আছে।

এইসব সিনেমা ২০ বছর আগে দেখলে হয়ত ভালো লাগতো বা কান্নাকাটি করতে মন চাইতো। কিন্তু এখন এই সিনেমা দুই ঘন্টা ধৈর্য ধরে দেখা বিরাট ব্যাপার।

এটা একেবারেই আমার ব্যাক্তিগত রিভিউ।

তবে সিকান্দার কা মুকাদ্দার সিনেমাটি চমৎকার লেগেছে। এমন টাইপের সিনেমা আগ্রহ নিয়ে দেখা যায়। এবং দেখার পর একটা পরিপূর্ণ এন্টারটেইন্ড ফিল হয়।

.

যতদূর জানি শাহরুখ খানের গত ৫ থেকে ১০ বছরের মধ্যে করা সিনেমা এমন প্রেম-ভালোবাসা, আবেগ আর কান্নাকাটি টাইপ না। তারপরও শুরু করতে ভয় লাগছে সময় নষ্ট হবে ভেবে।

শাহরুখ খানের এইসব সিনেমা ছাড়া এর আগে হাইপের কারণে কিছু হিন্দি সিনেমা দেখছিলাম। সেগুলো ভালো লাগছিলো অধিকাংশই।

যেমন:

পিকে
থ্রি ইডিয়টস (খুবই ভালো লাগছে)
মুন্না ভাই এমবিবিএস
লাগে রাহো মুন্না ভাই

পরে খেয়াল করেছি এই চারটা সিনেমারই পরিচালক একজন। রাজকুমার হিরানি।

এই সিনেমা গুলা ভালো লাগছে খুব।

আরো কিছু সিনেমার নাম মনে পড়ছে। যেমন:

বাজিরাও মাস্তানি ভালো লেগেছিলো।
শহিদ কাপুরের ভিভা সিনেমাটি প্রেম ঘটিত হইলেও খুবই ভালো লাগছিলো।

আরো কিছু হিন্দি সিনেমা দেখেছি। সব গুলোর নাম মনে আসছে না। অনেক সিনেমাই ভালো লেগেছে। বিপদে পড়েছি এ বছর পর পর কয়েকটি শাহরুখের সাবেক সিনেমা দেখে।

এখন আবার সাবেক কিছু ক্লাসিক সিনেমায় ফিরবো। আপাতত হিন্দি বাদ দিয়ে আগাবো। ভালো হিন্দি সিনেমা পাইলে আবার সেটা দেখা যাবে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২৫ সকাল ১০:৪১

নকল কাক বলেছেন: সম্ভব হলে রাজকুমার হিরানিকে নিয়ে লিখুন।

২১ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:১৬

মাহদী হাসান শিহাব বলেছেন: লেকার চেষ্টা করবো।

২| ২২ শে মার্চ, ২০২৫ সকাল ১১:৩৯

রাজীব নুর বলেছেন: ফালতু মুভি না দেখে, পৃথিবীর সেরা মুভি গুলো দেখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.