নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পন্দিত হৃদয়ের অনুচ্চারিত গল্পগাথা

মিজানুর রহমান হৃদয়

সহ্যাতীত সুখী

মিজানুর রহমান হৃদয় › বিস্তারিত পোস্টঃ

প্রশাসন এর কেউ আছেন?

১০ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

ছবিটি একটু খেয়াল করুন। দেখাই যাচ্ছে, নিচের মেসেজে একজন তার নাম এবং ফোন নাম্বার দিয়েছেন, বলেছেন, যারা মেরিট লিষ্টে থাকতে চায়, কিংবা টেকেনাই তারা যেনো তাকে মেসেজ দেয়। এবার চলুন তার উপরের মেসেজ টি দেখি। "আমার এত টাকা নাই" । বুঝাই যাচ্ছে নিচের এই লোক টি মেরিট লিষ্টে থাকা, অকৃতকার্য দের কৃতকার্যের তালিকায় উঠানোর কাজ করে থাকেন। আসলেই কি তাই?

কালেকশনে ছিলো, তবে হার্ডডিক্স ক্রাশ করায় অনেক ছবি এখন নাই, যাতে দেখা যেত,এস এস সি, এইচ সি সি সহ, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার প্রশ্ন ফাসের কথা। প্রশ্ন চাইলে ইনবক্স করুন টাইপ লেখা।

আমরা সকলেই জানি, গত কয়েকবছরে পি এস সি, জে এস সি, এস এস সি, এইচ সি সহ ভিবিন্ন পরিক্ষার প্রশ্ন ফাসের কথা। অদৌ লি তারাই জড়িত যারা ফেসবুকে এইভাবে কাজ করে?
আমার জানামতে অনেকেই এইভাবে ধরা খেয়েছেন। খোলাসা করেই বলি, সময় ২০১৪, অনলাইনে কিছু ছোটো ভাই বোন তাদের আসন্ন পরীক্ষা নিয়ে উদগ্রীব, প্রিপারেশন ভালোনা। কি করবে? যতটা জানি সে বছর কিন্তু প্রশ্ন ফাস হয়েছিলো, কিন্তু তারা অনলাইনে এরকম লোকের কাছে ধরা খেয়েছিলো। "২০১৪ এইচ এস সি ব্যাচ প্রশ্ন" নামধারী একটি গ্রুপ থেকে। আমি তাদের মুখ থেকে পরে শুনেছিলাম যে তারা টাকা দিয়েছে, প্রশ্ন পেয়েছে কিন্তু এর একটাও কমন পড়েনাই। আমি মনে মনে আলহামদুলিল্লাহ বলেছিলাম। মেরুদন্ডহীন শিক্ষিত সমাজ এর থেকে মাটি কাটা সমাজ আমার চোখে ডের ভালো। আশা করা যায় আমার ব্লগার ভাই বোনেরা এ সকল বিষয় গুলো জানেন, এবং তারা কখনোই ধরা খাননাই। আমার কথা এইখানে না। আমরা সবাই বায়োমেট্রিক রেজিষ্টেষন করেছি। কিছু বাদে প্রায় প্রতিটি সিম ই নিজ নিজ নামে ভেরিফাই করা। কিছু সিম হয়তো এদিক সেদিক হয়েছে, কিন্তু ট্রাকিং সিষ্টেম নিশ্চয়ই নষ্ট হয়ে যায়নি। এই যে ফোন নাম্বার দেয়া আছে, এরা কি কোনো বিশেষ দলের লোক? ফেসবুকের মত সোশ্যাল মিডিয়াতে এসব হলেও কেউ এইদিকে এই প্রতারণার দিকে নজর দিচ্ছেনা কেনো? আইনের শাসন কোথায়? যেখানে আমরা দেখতে পাই, বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পেজ ফেসবুকে এক্টিভ। পুলিশের বড় বড় কর্মকর্তারা অনলাইনে প্রায় সময় লিখালিখি করেন। এসব কি কেবল আমাদের চোখেই পরে? নাকি আইনের কর্মকর্তারাও দেখেন?
আশা করবো যদি কোনো প্রশাসন কর্মকর্তা এ পোষ্ট দেখেন, তবে এর বিহিত করবেন। এরকম দু চারটা প্রতারকের কঠিন শাস্তি আগামী দিনের ভার্চুয়াল প্রতারক দের সাবধান করবে বলে আমার বিশ্বাস।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: সামুতে সু-স্বাগতম.....আপনার মতো আমি আশা করছি ওরা ধরা খাইবে

১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৬

মিজানুর রহমান হৃদয় বলেছেন: ধন্যবাদ আপনাকে। তবে হয় কি আমাদের আশা করেই থাকতে হয় :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.