নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাঁদের ফাঁদে মুসলমান

ম জ বাসার

ম জ বাসার › বিস্তারিত পোস্টঃ

কুরআনের আলোতে ‘বিশ্ব নবি’ ধারণাটা ভুল-অপব্যাখ্যা

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৩

কুরআনের ঘোষনা মতে রাছুল ও কুরআন বিশ্ব মানবের জন্য নয়;শরিয়ত অপব্যাখ্যা করে বিশ্বকে প্রতারিত করেছে;কুরআনের স্পষ্ট সাক্ষি দেখুন:

১. এভাবেই আমরা তোমার প্রতি আরবি ভাষায় কুরআন অবতীর্ণ করেছি যাতে তুমি মক্বা ও তার আশেপাশের লোকদেরকে (আরবি ভাষাভাষীদের) সতর্ক করতে পার।( ৪২: ৭)

২. এমন এক জাতির জন্য তোমাকে পাঠিয়েছি,যাদের পূর্বপুরুষদের এর আগে সতর্ক করা হয়নি। যার ফলে তারা গাফিল ছিল।(৩৬: ৬)

৩. এভাবেই আমরা তোমাকে পাঠিয়েছি একটি জাতির জন্য,যার পূর্বে বহু জাতি গত হয়েছে।(১৩: ৩০)

৪.-যাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পার যাদের নিকট তোমার পূর্বে আর কোন সতর্ককারী আসেনি,যেন তারা উপদেশ গ্রহণ করে।(২৮: ৪৬)

৫. আমরা প্রত্যেক রাছুলকেই তার নিজের জাতিয় ভাষায় অহি পাঠাই যাতে স্ব জাতিয়দের কাছে সহজভাবে বুঝিয়ে দিতে পারে।(১৪: ৪)



ঘোষনাগুলি সুস্পষ্ঠ,ইহা বুঝতে তফছির ব্যাখ্যা,হাদিছ-ফতোয়া বা কারো সাহায্য নিষ্প্রয়োজন।পক্ষান্তরে শরিয়ত নিচের আয়াতগুলি হিংসা-বিদ্বেষ বশত: স্ব-জ্ঞানে ভুল-মিথ্যা অনুবাদ করে সমাজকে প্রতারিত করেছে:

ক. -ইহা তো বিশ্ব জগতের জন্য উপদেশ ব্যতীত নয় (১২: ১০৪)।

খ. –যাতে সে বিশ্বজগতের জন্য সতর্ককারী হতে পারে (২৫: ১)।

গ. -ইহা তো বিশ্ব জগতের জন্য উপদেশ (৬৮: ৫২)।

ঘ. ইহা তো বিশ্ব জগতের জন্য উপদেশ (৮১: ২৭)।



*‘বিশ্ব জগত’ এর ব্যবহৃত মূল আরবী শব্দটি হলো: এলেম/এলমুন থেকে আলামীন (আইন-লাম-মীম)+ইয়া+নু]= অর্থ জ্ঞান,জ্ঞানী ও জ্ঞানীগণ (আলামীন),‘বিশ্ব জগত নয়।‘



* ‘বিশ্ব জগত’ এর মূল আরবী শব্দটি হলো: আলম (আইন-আলিফ-লাম-মীম)+ইয়া+নু]। এই শব্দটি উল্লিখিত আয়াতগুলিতে কখনও ব্যবহৃত হয়নি।



সুতরাং সত্য-সঠিক অনুবাদ হবে:

'-ইহা জ্ঞানীদের জন্য উপদেশ/সতর্ক মাত্র-'



এই সত্য-সঠিক কথাটিই স্পষ্ঠভাষায় আল্লাহ পুন:পুন: ঘোষনা করেন:

১.-জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল্লাহ ইহা স্পষ্টভাবে বর্ণনা করেছেন (২: ২৩০)।

২.- এভাবেই জ্ঞানীদের জন্য বিশদভাবে বর্ণনা করেছি (৩: ১১৮)।

৩.-এভাবে জ্ঞানী সম্প্রদায়ের জন্য বাক্যগুলি বিশদভাবে বিবৃত করি (৭: ৩২)।

৪.-তোমরা কি ইহাতে জ্ঞান খাটাও না?(৭: ১৬৯)।

৫.-জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমরা আয়াতগুলি বিশদবাবে বিবৃত করি (৬: ৯৭)।

৬. –সুস্পষ্টভাবে বর্ণনা করি জ্ঞানীদের জন্য (৬: ১০৫)।

৭.-জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমরা আয়াতগুলি সহজভাবে বর্ণনা করি ( (৯: ১১)।



বাস্তবতার নিরীক্ষে:

আল্লাহ যদি বলতেনই যে,'মুহাম্মদ বিশ্ব নবি,বিশ্বের জন্য পাঠানো হয়েছে;'তবে বিশ্বের আস্তিক-নাস্তিক,মুমীন-মুনাফিক,জ্ঞানী-অজ্ঞানী সকলেই ইচ্ছায়-অনিচ্ছায় স্বীকার করতে বাধ্য হতো;কারণ আল্লাহর আদেশ অলংঘনীয়। কিন্তু আজ ১৪শ বছরেও বিশ্বের ৫ ভাগের ১ ভাগ মানুষও স্বীকার করেনি। সুতরাং শরিয়ত কুরআনের অপব্যাখ্যা করে এমন কি আল্লাহকেও মিথ্যাবাদী সাজিয়েছে।



আদিকালের এই ভ্রান্ত ধারণা থেকে মুছলিমদেরকে স্ব স্ব উদ্বোগে মুক্ত হওয়া ও করা উচিত।

এতদসম্বন্ধীয় রাছুলের নামে রচিত হাদিছগুলিকে কুরআন বিরুদ্ধ মিথ্যা-প্রতারণা বলে প্রত্যাখ্যান করা উচিত।


বিনীত।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:২১

জেনো বলেছেন: অনেক দিন পর.........
কেমন আছেন?

২| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৭

ম জ বাসার বলেছেন: ছালাম,
১. দৈহিক ভাল, মানষিক মোটামুটি।

২. এখন আর এখানে লিখি না। কারণ এডমিনের ঘোষনা:

'আপনি একজন নিরাপদ ব্লগার,আপনার লেখা প্রথম পাতায় ছাপা হবে;

তাদের এই স্বরচিত ওয়াদা ভংগ করে তারা লেখাগুলি প্রথম পাতায় না ছেপে,পিছনে ফেলে রাখেন।
মাঝে মাঝে ২/১টি পোষ্ট করে পরীক্ষা দেখি এডমিনদের দ্বৈত চরিত্র ফিরেছে কি না! এটা উহারই অংশ।
২/১ দিনেই মুছে দেয়া হতে পারে।
ভাল থাকুন।
বিনীত।

৩| ১০ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৯

জেনো বলেছেন: আপনার নতুন বইটা পড়ছি।
আপনার নানার কোন লেখা আছে?
ভাল থাকবেন।

৪| ১০ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০১

ম জ বাসার বলেছেন: ছালাম,
১. 'মুসলমান আজ কোন্‌ পথে' ২. 'গানে প্রাণের কথা' ও ৩.' ছুরা বাকারার অনুবাদ' এই ৩টি বই ছাপা হয়েছিল; সন্ধান করলে হয়তোবা পাওয়া যেতে পারে।
২. তার অজস্র পান্ডুলিপি মৃত্যুর পরই চুরী হয়ে যায়।
৩. তার বিষয়বস্তুগুলির অধিকাংশই আমার বইতে পাওয়া যায়।
বিনীত।

৫| ৩০ শে মে, ২০১৩ রাত ১:৫০

জেনো বলেছেন: 'মানব ধর্ম সংস্কার' পড়ছি। এখনো শেষ করতে পারিনি। ....
কেমন আ্ছেন?
এখনো প্রথম পাতায় আসে না?
নতুন গেটআপে ওয়েব সাইট সুন্দর হয়েছে।
ভাল থাকবেন।

৬| ০৫ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৮

ম জ বাসার বলেছেন: ছালাম,
ম জ বাসারের লেখা এডমিনদের পছন্দ হয় না বলে পোস্ট দিলে সংগে সংগে ডাষ্টবিনে ফেলে দেন।
২. এই ব্লগটি তুলনায় উন্নত; এডমিনদের মন-মানসিকতাও তুলনায় উন্নত; কাংগাল মুরশিদ একজন ধৈর্যশীল মন্তব্যক। ২/৪জন নিরপেক্ষ জ্ঞানী লোকও আছেন। যা অন্যত্র নেই।
বিনীত।

৭| ১৪ ই জুন, ২০১৩ রাত ৮:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক দিন পর পেলাম বলবনা- এলাম।

মাঝে মাঝৈ ঘুরে গেছি- নিরবতায় বিস্মিত হয়েছি।

সত্য বলায় সবাই খূশি হয়না বোঝেও না। তাই বলে ইউসুফ আ: এর মত পালাবেন নাকি;) জানতে থাকুন। জানাতে থাকুন।

এ তো প্রজন্মান্তরের ধারা। এখানে হতাশার স্থান কই।

লিখতে থাকুন।

কাঙ্গাল মুরশিদ ভাইয়ের জন্য আন্তরিক দোয়া।

৮| ১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৩৯

ম জ বাসার বলেছেন: ছালাম,
পালাচ্ছিনা ভাই! এডমিনগণ কুরআনিক লেখা সহ্য করতে না পেরে তারাই ম জ বাসারকে আধা গুম করে রেখেছেন; কয়েকজন অতিথি ব্লগার আপনার লেখার আসায় বসে থাকেন। আমার কাছে আপনার খবর চায়।
বিনীত।

৯| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: একি শোনালেন বাসার ভাই!! এই অধম নাদানতো তেমন কিসু নই।
তবুও ...

সেই মহাস অতিথিদের আমার সালাম বলবেন। খুব উৎফুল্ল বোধ করছি। :)

ভাই- একটা কথা কানে-মূখে বলি-
সত্যের এমন স্থর আছে- যেখানে গিয়ে যা দেখে, শুনে, বোঝে, তা

১০| ১৪ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

সেলিম জাহাঙ্গীর বলেছেন: বাসার ভাই, আমি নিজে আপনার একজন ভক্ত। আপনার লিখাগুলো সত্যি যৌক্তিক, বেশ ভালো লাগে। বিড়ালের উপর রাগ করে আমাদের বঞ্চিত করবেন না আপনার লিখা থেকে। পৃথিবীতে ইসলামের ইতিহাস পড়লে দেখা যায় যুগে যুগে সত্যকে কেউ কখনো মানেন নাই। এখন যদি স্বয়ং জিব্রাইল (আ:) এই পৃথিবীতে এসে বলে আমি জিব্রাইল এই মুসলমান জাতী তোমরা এমন ভুল পথের দাওয়াত কেন দিচ্ছো, কেন মানুষকে ভুল বলছো, তাহলে দেখবেন এই তথাকথিত আলেমরা জিব্রাইলকে ধরে ওর পর-পাখনা তুলে মাথার চুলে ঢেরা কামান দিয়ে জুতার মালা গলায় দিয়ে রাজপথে ঘুরিয়ে বলবে আজ একটা পূর্ণির কাজ করলাম। আরও বলবে বেটা বলেকি আমি জিব্রাইল! আসলে এই নাদানের দল এখন খুব বেশী। বাসার ভাই সামনে এগিয়ে চলুন আমরা সাথে আছি।

১১| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৫

ম জ বাসার বলেছেন: ছালাম সেলিম জাহাংগীর,
১. নকসাব্লগডটনেট (Nokshablog.net nokshablog ) এ আসুন সেখানে আপাতত:
নিরপেক্ষভাবে লেখা যাচ্ছে।
বিনীত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.