নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

ব্যক্তিবিশেষের গোঁয়ার্তুমির খেসারত যেন দেশের সাধারণ মানুষকে দিতে না হয় ..

১৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৩:০৬

ক্ষমতায় থাকাকালে বেগম খালেদা জিয়ার দুই পুত্রের কর্মকান্ডে জাতি অতিষ্ঠ হয়ে পড়েছিল। অন্ধ পুত্রস্নেহের কারণে বেগম জিয়া তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থাই নেননি। ফলে, দেশবাসী তাঁর উপর ত্যক্তবিরক্ত হয় যার অনিবার্য পরিনাম তাঁকে আজ ভোগ করতে হচ্ছে।

বর্তমান সময়ের অতি দৃষ্টিকটু নির্বাচনের আয়োজন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকেও বেগম খালেদা জিয়ার পরিণতির দিকেই নিয়ে যাচ্ছে বলে অবস্থাদৃষ্টে মনে হয়। অনেকের মতো আমারও ধারণা, এ নির্বাচন অনুষ্ঠানের পর দেশ আরো অস্থিতিশীল হয়ে পড়তে পারে। তখন ক্ষমতা ছেড়ে দিয়েও শেষ রক্ষা হবে না হয়তো।

পরাশক্তিকে চ্যালেঞ্জ করে চলার মতো শক্তি বা সঙ্গতি বাংলাদেশের এখনও হয়নি। একটা গ্রহণযোগ্য নির্বাচন দেশের মানুষের স্বার্থে একান্তই প্রয়োজন। ব্যক্তিবিশেষের গোঁয়ার্তুমির খেসারত যেন দেশের সাধারণ মানুষকে দিতে না হয়।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৫:০১

কামাল১৮ বলেছেন: সেটা কিভাবে করবে।বিএনপির দাবি মেনে সেটা কি করা সম্ভব।তারেক জিয়ার সামনে একটাই পথ খোলা আছে, ক্ষমতায় যাবার নিশ্চয়তা পেলেই নির্বাচনে যাবে।
এবার নির্বাচনে না যাওয়াতে বিএনপি হারিয়ে যাবে।রাজনীতিতে নতুন পোলারাইজেশন হবে।

২| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:৩৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গনতন্ত্র একমাত্র ভোটের মাধ্যমে টিকে থাকেনা ।
............................................................................
রাজনীতিবিদ এর যথাযথ আচরন,
ভোটারদের ভোট নিয়ে ভুলে না যাওয়া ।
রাষ্ট্রর ক্ষমতা পেলে সকলের প্রতি সুষম আচরন করা ।
সংসদ, সমাজ আর আইন ও প্রয়োগ নিরপেক্ষ ভাবে বাস্তবায়ন ।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:৫০

নাহল তরকারি বলেছেন: আওয়ামীলীগ স্বাধীনতা পক্ষের শক্তি। যারা আওয়ামীলীগ এর বিপক্ষে কথা বলে, তারা রাজাকার।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৪২

হাসান কালবৈশাখী বলেছেন:


ভয় দেখিয়ে লাভ নেই।
বাংলাদেশের জন্মই হয়েছে দুটি পরাশক্তি কে চ্যালেঞ্জ করে।
হাঁস ফাসের প্যাক প্যাক গোনায় ধরে না বাংলাদেশ।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৪

এমএলজি বলেছেন: বাণিজ্য নিষেধাজ্ঞার কবলে পড়লে বুঝবেন কত ধানে কত চাল।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

মনে হয় না।

৬| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নির্বাচন নিয়ে বিএনপির বা বিশ্বশক্তির মাথাব্যথা আছে, জনগণের নেই। জনগণ সুশাসন চায়, দুর্নীতি বন্ধ চায়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ চায়।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০৭

রাজীব নুর বলেছেন: ভুল চিন্তা আপনার।
শেখ হাসিনা অন্য জিনিস। তিনিম যতদিন বেচে আছেন তিনিই ততদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন।

৮| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৮

অপু দ্যা গ্রেট বলেছেন:



দ্রব্যমুল্যের উর্ধ্ব গতি, দুর্নীতি লাগাম ছাড়া, দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল। জনগণ একটু শান্তির জন্য হাহাকার করছে। শুধু পারছে না রাস্তায় নামতে। দেশর উন্নয়ন আইওয়াশ দেখিয়ে আর কত।

৯| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২২

জিকোব্লগ বলেছেন:



সুষ্ঠ নির্বাচন হওয়া অবশ্যই জরুরী।

কিন্তু আপনি শেখ হাসিনার যেসব পরিণতির কথা বলছেন, এইগুলো বর্তমান
বিশ্ব পরিস্থিতির সাপেক্ষে অনেকটা হাস্যকর। কারণ ভারত হাসিনাকে পূর্ণ
সমর্থন দিয়ে যাচ্ছে। এছাড়া রাশিয়া-চীন ও হাসিনা সরকার কে মেনে নিবে।



অন্যদিকে হাসিনা সরকারের সময় বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ছাড়া
বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ’ শর্তটি বাদ দেওয়ার ফলে ইসরায়েলেরও হাসিনার
প্রতি মৌন সমর্থন আছে।

হাসিনা পরাশক্তিকে চ্যালেঞ্জ করে না , বরং নিরবে পরাশক্তিগুলোকে সাথে নিয়েই
এগোচ্ছে।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৪০

লেখক বলেছেন: বাণিজ্য নিষেধাজ্ঞার কবলে পড়লে বুঝবেন কত ধানে কত চাল।

-আপনার কথাগুলো অনেকটা বিএনপি পন্থীদের মত। ভারত সমর্থন দিয়ে গেলে
বাংলাদেশের বাণিজ্য নিষেধাজ্ঞার পরার কোন সম্ভবনায় নাই। বিএনপি জামায়াত -
রাজাকারদের জোট থেকে বাদ দিয়ে মোদি সরকারের সাথে কথা বলে দেখতে পারে।
কাজ হলেও হতে পারে। না কাজ হলে, বিএনপির নিকট ভবিষ্যতে আর কোন
সম্ভবনায় নাই।

হাসিনার এখন চ্যালেঞ্জ, বিশ্বকে দেখানোর জন্য একটা সুষ্ঠ নির্বাচনের নির্ভুল নাটক
সাজানো। হাসিনার এটাতেও সফল হওয়ার সম্ভবনা অনেক বেশি। লীগের অন্য
নেতাদের কথা বলা যায় না।

১০| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫০

শেরজা তপন বলেছেন: বি এন পি'র একদফা দাবী থেকে কি সরে আসা উচিৎ ছিল না বলে আপনার মনে হয়?
বি এন পি'র নির্বাচনে না আসার জন্য কি পুরোটাই বর্তমান সরকারের দায়?
বি এনপিকে নির্বাচনে আনার জন্য আওয়ামিলীগের কি করণীয় ছিল বলে আপনি মনে করেন?

১১| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৩

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.