নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘটনাটি গতকালের। এক প্রত্যক্ষদর্শীর কাছে শোনা।
টরন্টো থেকে বিমানে চড়ে এডমন্টন আসছিলেন এক মা। সাথে ২/৩ বছরের এক বাচ্চা ছিল। বাচ্চাটা বেশি ছোটাছুটি করায় মা তার গালে চড় বসিয়েছিলেন, চুল ধরে টেনেছেনও।
এক বিমানবালা এসে বাচ্চার সাথে তেমন আচরণ না করতে মাকে সতর্ক করে যান। অতঃপর প্রায় সাড়ে চার ঘন্টা পর বিমানটি এডমন্টন বিমানবন্দরে ল্যান্ড করলে child abuse [শিশু নিপীড়ন] করার জন্য পুলিশের (RCMP) হাতে সোপর্দ করা হয় সেই মাকে। পুলিশ আগে থেকেই তার অপেক্ষায় ছিল।
পুলিশ 'চাইল্ড এন্ড ফ্যামিলি সার্ভিসেস' কর্তৃপক্ষের জিম্মায় বাচ্চাটি দিয়ে তার মাকে গ্রেফতার করে নিয়ে যায়। ...
বাচ্চার গায়ে কারণে অকারণে হাত তোলার অভ্যাস যাদের, তারা যেন সতর্ক হয়ে যান; অন্তত উত্তর আমেরিকায়। সে উদ্দেশ্যেই ঘটনাটি এখানে শেয়ার করা।
২| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১৪
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: বাংলা মানে হইল জা** পয়দা করে ফেলে দেন, সরকার পালবে। সরকারের কাজে আসবে। আপনি কোন দুঃখে সন্তান নিবেন?
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:১১
রাজীব নুর বলেছেন: কিছু বাচ্চা পোলাপান অতি মাত্রায় দুষ্টমি করে। আমার নিজেরই ইচ্ছা করে ওদের থাপড়া দেই।