| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

হাসিমুখের এ তরুণকে আপনারা চিনবেন না, চেনার কথাও নয়। কারন, বাংলাদেশে নিভৃতে চলা ভালো মানুষদের তেমন কেউ চেনে না, চেনে রাজনীতিক নামধারী দুর্বৃত্ত, দুর্নীতিবাজ, তেলবাজ, চোরাকারবারি ও চিহ্নিত চাঁদাবাজদের।
ওর বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। একই উপজেলায় আমার সবচেয়ে ছোট বোনটির শ্বশুরবাড়িও। সে বাড়ির একজনকে কিছুদিন আগে জিজ্ঞেস করেছিলাম, 'আপনি কি চন্দ্র নাথকে চেনেন?' খানিক ভেবে তিনি বললেন, 'তেমন নাম তো কখনো শুনিনি। উনি কে?' উত্তরে আমি বলেছিলাম, 'আগ্রহ থাকলে উনি কে তা আপনাকেই জেনে নিতে হবে, আমি কিছু বলবো না।' পরে তাকে বলেছি Chandra Nath নামটি গুগল সার্চ করতে। তবে, উনি তা করেছিলেন কিনা আমার জানা নেই।
চন্দ্র নাথ বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম সেরা প্রতিভাধর মানুষ। একজন উদ্ভাবক প্রকৌশলী হিসেবে সে আমেরিকার মাটিতে বাংলাদেশের নাম উজ্জ্বল হতে উজ্জ্বলতর করে চলেছে। বিশ্ববিখ্যাত Purdue University-র সিনিয়র রিসার্চারবৃন্দের অন্যতম, আক্ষরিক অর্থেই সোনার ছেলে, এই চন্দ্র নাথ। সে আমার জুনিয়র বুয়েটিয়ান।
তার আরো বড়ো পরিচয়, সে যুক্তরাষ্ট্রভিত্তিক 'মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন'- এর [https://www.manusherjonyo.org/] প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তার হাত দিয়ে সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রী হতে শুরু করে বাংলাদেশের হাজারো মানুষ নানাভাবে উপকৃত হয়েছে। উন্নতদেশে বসবাস করে কেবল নিজের বা নিজের পরিবারের নয়, মাতৃভূমি বাংলাদেশের পেছন পড়া মানুষের ভাগ্যোন্নয়নেও নিরলস কাজ করে চলেছেন এ তরুণ।
এ মুহূর্তে সবচেয়ে দুঃসংবাদ হলো, চন্দ্র নাথের ব্রেইন টিউমার ধরা পড়ছে দুদিন আগে। চিকিৎসাও শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। এ অসাধারন তরুনের দ্রুত আরোগ্যের জন্য একজন বড়োভাই হিসেবে আপনাদের দোয়া/আশীর্বাদ প্রার্থনা করছি। চন্দ্রকে প্রার্থনায় রাখুন।
এম এল গনি - https://www.facebook.com/moh.l.gani/
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১:৪২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এমন জুয়েল মানুষটির জন্য দোয়া রইলো। আল্লাহ যেনো সুস্থ করে দিন।