![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আধুনিক বা নজরুল নয়, শুরু করেছি হিন্দী গান দিয়ে। সেটার কারণ আছে। তার প্রথম দিকের গানগুলোর অরিজিনাল ভার্সন পাওয়া খুব কঠিন। হিন্দী কয়েকটা পেলাম, যেগুলোতে ১৯৫০ এর ফিরোজাকে পাওয়া যায়। নজরুল বা রবীন্দ্র সঙ্গীত বেশির ভাগই ১৯৬০ বা ১৯৭০ দশকে গাওয়া। আর যেগুলো খুঁজে পেলাম, দুয়েকটা ছাড়া কোনটাই অরিজিনাল ভার্সন নয় (আমার তাই মনে হলো)।
আশা করি ভালো লাগবে
হিন্দীঃ
তুম ভুলায়ে না গায়ে
বিরহন কে ঘর বদ্রি বর্ষে
কিউ তুমসে মুঝকো পেয়ার
আধুনিক (সুরকারঃ কমল দাশগুপ্ত)-
তুমি কি এখন দেখিছ স্বপন আমারে
আমি বনফুল গো
এমনি বরষা ছিলো সেদিন
এই কিগো শেষ দান
পৃথিবী আমারে চায়
কতদিন দেখিনি তোমায়
নজরুলগীতিঃ
নূরজাহান নূরজাহান
শুকনো পাতার নূপুর পায়ে
আমায় নহে গো
মোর ঘুমঘোরে এলে মনোহর
মনে পড়ে আজ সে কোন জনমে
চোখ গেলো চোখ গেলো
রুমঝুম রুমঝুম
খেলিছে জলদেবী
পথ চলিতে যদি চকিতে
মদির স্বপনে মম
বাঁকা ছুরির মতন
এসো প্রিয় মন রাঙ্গায়ে
প্রিয় এমন রাত
মনের রঙ লেগেছে
আমি যার নূপুরের ছন্দ
মোরা আর জনমের হংস মিথুন
শাওন রাতে যদি
ওগো প্রিয় তব গান
ওই জলকে চলে লো কার ঝিয়ারি
আমি চিরতরে দূরে চলে যাবো
মোমের পুতুল মোমের দেশের মেয়ে
আমি গগনে গহনে সন্ধ্যাতারা
দূরদ্বীপবাসিনী
রবীন্দ্রসঙ্গীতঃ
আমার হৃদয় তোমার আপন হাতে
কেন চোখের জলে
আমার হিয়ার মাঝে
আজি ঝরঝর মুখর বাদল দিনে
ওই মালতীলতা দোলে
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫০
এম এম করিম বলেছেন: কাজটা সার্থক হলো।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৫
ডি মুন বলেছেন: সুন্দর কাজ করেছেন গানগুলো একত্র করে পোস্টটি দিয়ে। প্রিয়তে নিয়ে রাখলাম।
ধন্যবাদ আপনাকে