![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানব অনুভূতির সবচেয়ে সর্বজনীন প্রকাশ হচ্ছে হাসি ও কান্না। জীবনে চলতে চলতে কখনো কখনো আমরা থমকে যাই, জীবন আমাদের নিংড়ে নেয়, ভেঙ্গে চুরমার করে দেয় - হাসবার প্রয়োজন হয় তখন সবচাইতে বেশি। একটি খারাপ দিনের পরে, যখন আমরা গভীর কিছু ভাবতে চাই না, বাস্তবতা থেকে দূরে কোথাও হারাতে চাই, নির্ভার হতে চাই, শুধু হাসতে চাই উপভোগ করতে চাই, কমেডির আশ্রয় নেয়া হতে পারে একটা ভাল উপায়। কমেডি যেমন একাকীত্বের ভাল সঙ্গী হতে পারে, কমেডি হতে পারে সবাই মিলে হাসবার সেরা উপলক্ষ্য। কিছু কমেডি আছে যা হৃদয় ছুঁয়ে যায়, হৃদয়ে রয়ে যায়। কিছু কমেডি জীবনের রসবোধকে সামনে এনে নতুনভাবে দেখতে শেখায়, আমাদের আশাবাদী করে তোলে।
সাধারণত যেসব পরিচালকের মুভিতে কমিক এলিমেন্টস বেশি আছে তারা হচ্ছেন - চার্লস চ্যাপলিন, বাস্টার কীটন, ইয়ার্নেস্ট লুবিচ, বিলি ওয়াইল্ডার, প্রেস্টন স্টার্জেস, উডি এলেন, জ্যাক তাটি, কোয়েন ব্রাদার্স, ওয়েস এন্ডারসন, পেড্রো আলমোদোভার প্রমুখ।
কমেডি একটি নির্দিষ্ট কোনো জানরা নয়, অনেক রকমের মুভিই কমেডি ক্যাটেগরিতে পড়ে। সবার সব মুভি ভাল লাগবে না, তবে প্রত্যেকেরই ভাল লাগার মত কিছু মুভি এই তালিকায় আছে বলে আশা করি। এই পোস্টে ২৭৪ টি কমেডি মুভি আছে। দেখতে থাকুন একের পর এক, বিনোদিত হোন, প্রসন্ন থাকুন।
উইকিপিডিয়া আইএমডিবি
উইকিপিডিয়া আইএমডিবি
উইকিপিডিয়াআইএমডিবি
উইকিপিডিয়া আইএমডিবি
উইকিপিডিয়া আইএমডিবি
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৫
এম এম করিম বলেছেন: মাত্র কয়েকটা হতে পারে, ২৭৪ টার মধ্যে বড়জোর ৫/৬টা হতে পারে। ধন্যবাদ প্রিয়তে নেয়ার জন্য। আশা করি কাজে লাগবে।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৩
এম এম করিম বলেছেন: ফার্গো যেরকম ক্রাইম-থ্রিলার, একই রকমভাবে অনেক কমেডির চেয়ে আমাকে বেশি হাসিয়েছে। তাই আমার লিস্টে এরকম কিছু আছে যেগুলোকে সাধারনত কমেডি বলা যায় না, কিন্তু কমিক এলিমেন্টস অনেক বেশি।
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৭
খালিদ১২২ বলেছেন: এক নম্বন মুভি সাম লাইক ইট হট। ই্উ টিউবে পেলাম না। যেগুলো আছে সেগুলোতে কাজ হচ্ছে না।। দয়া করে লিঙ্ক দিয়েন।আজ ।অবসর ছিল ।একটু দেখতাম।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭
এম এম করিম বলেছেন: লিঙ্ক তো শেয়ার করা যায় না। তাহলে ব্লগ কর্তৃপক্ষ ব্যান করে দিতে পারে। তবে সবগুলো মুভিই পাওয়া যায় এবং আমার কাছে আছে।
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৭
খালিদ১২২ বলেছেন: প্রিয় কবির ভাই উত্তর দিয়েন ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৫
এম এম করিম বলেছেন: কাইন্ডলি টরেন্ট সাইটগুলো দেখেন, সব পাবেন। ইউটিউবে অনেক পুরনো কিছু যেমন সিটি লাইটস, জেনারেল - এসব পাবেন।
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২১
বর্ষন হোমস বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।প্রিয়তে রাখলাম।সময় হলেই ডাউনলোড করে দেখবো।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৮
এম এম করিম বলেছেন: ধন্যবাদ।
৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
নিচে নামতে নামতে কাহিল! ভালো কাজ করেছেন - অন্তত মুভি বিশারদদের জন্য
০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫১
এম এম করিম বলেছেন: মুভি বিশারদরা এত নিচে নামলেই হয় !!!!
৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫১
ভ্রমরের ডানা বলেছেন:
ইহা কি পোষ্ট নাকি অত্যাচার....
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১২
এম এম করিম বলেছেন: হাহাহা
অত্যাচার।
৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
সোহানী বলেছেন: ভাইরে একটু কম দেয়া যায় না.........!!!! এতো বেশি যে নামের লিস্ট পড়তেই দিন পার, দেখুম কখন!!!!!!!!!
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
এম এম করিম বলেছেন: যাক পুরোটা পড়ছেন তাহলে !!
এর পর থেকে কম দেবো।
৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০৫
আব্দুর রহিম p.t বলেছেন: সব ইংরেজি মুভি
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৭
এম এম করিম বলেছেন: না, ইটলিয়ান, ফ্রেঞ্চ, জাপানী, কোরিয়ান ইত্যাদি আছে। আমার অজ্ঞতার কারণে বাংলা নেই।
১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৯
হাসান রাজু বলেছেন: বেশ এবার এখান থেকে ৫ টা বেস্ট সিনেমার তালিকা দেন দেখব ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৩
এম এম করিম বলেছেন: দেয়াই আছে, প্রথম পাঁচটা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২১
স্যাম উইনচেষ্টার বলেছেন: প্রিয়তে। তবে তালিকার বেশ কয়েকটা মুভি আদৌ কমেডি মুভিই না।