![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জুল ভার্নের ফ্রম দি আর্থ টু দ্য মুন এবং এইচ জি ওয়েলস এর ফার্স্ট মেন ইন দ্য মুন থেকে অনুপ্রাণিত হয়ে ফরাসী চলচ্চিত্রকার/জাদুকর জর্জ মেলিয়েস ১৯০২ সালে নির্মান করেন আ ট্রিপ টু দ্য মুন। সিনেমাটির দৈর্ঘ্য ছিল ১৪ মিনিট। প্রথম ফুল লেন্থ সাইফাই ফিচার ফিল্ম ১৯২৫ সালে নির্মিত দ্য লস্ট ওয়ার্ল্ড । এই ঘরানার বিখ্যাত পরিচালকরা হচ্ছেন: স্ট্যানলি কুব্রিক, স্টিভেন স্পিলবার্গ, রিডলি স্কট, জেমস ক্যমেরন, আন্দ্রেই তারকোভস্কি, ফ্রিত্স ল্যাং প্রমুখ। (সূত্রঃ ইন্টারনেট)
১। ২০০১ঃ আ স্পেস ওডিসি - স্ট্যানলি কুব্রিক
২। ব্লেইড রানার - রিডলি স্কট
৩। মেট্রোপোলিস - ফ্রিত্স ল্যাং
৪। আ ক্লকওয়ার্ক অরেঞ্জ - স্ট্যানলি কুব্রিক
৫। স্টার ওয়ারস - জর্জ লুকাস
৬। স্টকার - আন্দ্রেই তারকোভস্কি
৭। ই টি - স্টিভেন স্পিলবার্গ
৮। ক্লোজ এনকাউন্টারস অব দ্য থার্ড কাইন্ড - স্টিভেন স্পিলবার্গ
৯। লা জুতি (Jetée, La) - ক্রিস মার্কার
১০। ব্রাজিল - টেরি গিলিয়াম
১১। এলিয়েন - রিডলি স্কট
১২। ব্রাইড অব ফ্রাঙ্কেসটাইন - জেমস ওয়েল (হরর-সাইফাই)
১৩। সোলারিস - আন্দ্রেই তারকোভস্কি
১৪। দি এম্পায়ার স্ট্রাইকস ব্যাক - আরভিন কার্শনার
১৫। দ্য টারমিনেটর - জেমস ক্যামেরন
১৬। এলিয়েন্স - জেমস ক্যামেরন
১৭। ব্যাক টু দ্য ফিউচার - রবার্ট জেমেকিস
১৮। ম্যাড ম্যাক্স ২ - জর্জ মিলার
১৯। ফ্রাঙ্কেস্টাইন - জেমস ওয়েল (হরর-সাইফাই)
২০। ইনভেইশন অব দ্য বডি স্ন্যাচার - ডন সিগল
২১। দ্য থিং ফ্রম এনাদার ওয়ার্ল্ড - ক্রিশ্চিন নাইবি, হাওয়ার্ড হক্স
২২। আ ট্রিপ টু দ্য মুন (Voyage dans la lune, Le) - জর্জ মেলিয়েস
২৩। ভিডিওড্রোম - ডেভিড ক্রোনেনবার্গ
২৪। ফরবিডেন প্ল্যানেট - ফ্রেড উইলকক্স
২৫। দ্য ডে দি আর্থ স্টুড স্টিল - রবার্ট ওয়াইজ
২৬। টারমিনেটর ২ঃ জাজমেন্ট ডে - জেমস ক্যামেরন
২৭। দ্য ম্যান হু ফেল টু আর্থ - নিকোলাস রোগ
২৮। দ্য থিং - জন কার্পেন্টার
২৯। আলফাভিল - জাঁ লুক গদার
৩০। ইয়াং ফ্রাঙ্কেস্টাইন - মেল ব্রুকস (হরর-কমেডি-সাইফাই)
৩১। দ্য ম্যাট্রিক্স - অ্যান্ডি এন্ড ল্যারি ওয়াচৌস্কি
৩২। মেলানকোলিয়া - লার্স ভন টিয়ার (ড্রামা-সাইফাই)
৩৩। আকিরা - ওতোমো কাটসুহিরো - (এনিমেশন-অ্যাকশন-সাইফাই)
৩৪। এ আই আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স - স্টিভেন স্পিলবার্গ
৩৫। স্টারশিপ ট্রুপারস - পল ভারহোভেন
৩৬। রোবোকপ - পল ভারহোভেন
৩৭। দ্য ওয়ার অব দ্য ওয়ার্ল্ড - বায়রন হাসকিন
৩৮। দ্য ইনক্রেডিবল শ্রিঙ্কিং ম্যান - জ্যাক আর্নল্ড
৩৯। রিপো ম্যান - অ্যালেক্স কক্স - (কমেডি-ক্রাইম-সাইফাই)
৪০। প্ল্যানেট অব দি এইপস - ফ্র্যাঙ্কলিন জে শেফনার
৪১। চিলড্রেন অফ মেন - আলফানজো কেরোন (ড্রামা-সাইফাই-থ্রিলার)
৪২। আরমাগেডন - মাইকেল বে
৪৩। গ্র্যাভিটি - আলফানজো কেরোন
৪৪। হার - স্পাইক যোঞ্জ
৪৫। অ্যাভাটার - জেমস ক্যামেরন
৪৬। মুন - ডানকান জোন্স
৪৭। জুরাসিক পার্ক - স্টিভেন স্পিলবার্গ
৪৮। এটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড - মিশেল গন্ড্রি
৪৯। ১২ মাঙ্কিজ - টেরি গিলিয়াম
৫০। ডনি ডার্কো - রিচার্ড কেলি
২১ শতকের সেরা কিছু সাইফাই
- ২০৪৬
- টাইমক্রাইম
- ইউরোপা রিপোর্ট
- গডজিলা
- মনস্টারস
- সোলারিস
- দ্য ফাউন্টেইন
- ইন্টারস্টেলার
- এ আই
- বিয়ন্ড দ্য ব্ল্যাক রেইনবো
- দ্য ক্লোন রিটার্ন্স হোম
- কোহেরেন্স
- সানশাইন
- প্রাইমার
- মুন
- অ্যাটাক দ্য ব্লক
- স্নোপিয়ার্সার
- ডোনি ডার্কো
- ইন্সেপশন
- হার্ড টু বি আ গড
- লুপার
- এক্স মাকিনা
- পাপরিকা
- এজ অব টুমোরো
- ওয়াল-এ
- অ্যারাইভাল
- ডন অব দ্য প্ল্যানেট অব দি এইপস
- মাইনোরিটি রিপোর্ট
- ওয়ার্ল্ড অব টুমোরো
- হার
- ডিসট্রিক্ট ৯
- আপস্ট্রীম কালার
- দ্য হোস্ট
- আন্ডার দ্য স্কিন
- এটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড
- চিলড্রেন অফ মেন
০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৮
এম এম করিম বলেছেন: ধন্যবাদ, শুভকামনা জানবেন।
২| ০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৬
আটলান্টিক বলেছেন: থ্যাংকস অনেকদিন ধরে এই ধরনের পোষ্ট খুজছিলাম।ভাল থাকবেন।
০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৬
এম এম করিম বলেছেন: ধন্যবাদ। শুভকামনা জানবেন।
৩| ০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভালো। অজানা ছিল।
০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৪
এম এম করিম বলেছেন: ধন্যবাদ। শুভকামনা জানবেন।
৪| ০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩১
কাছের-মানুষ বলেছেন: চমতকার। লিস্টের কিছু দেখা আছে আবার অনেকগুলো বাকি আছে! বিশেষ করে ক্যামেরুনের এলিয়েনটা দেখব প্রথমে!
০৯ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
এম এম করিম বলেছেন: হ্যাপি ভিউয়িং!!
৫| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন: বেশির ভাগ মুভি আমার দেখা !!
পোষ্টের জন্য ধন্যবাদ ।
১০ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:১৯
এম এম করিম বলেছেন: ধন্যবাদ। শুভকামনা জানবেন।
৬| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন: মুভিগুলোর ইউটিব লিংক দিলে আরো ভাল হতো ।।
১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:১৩
এম এম করিম বলেছেন: দিতে চেয়েছিলাম। অনেকগুলোই ইউটিউবে পাইনি, তাই বাদ দিয়েছি।
৭| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৭
কালীদাস বলেছেন: আরমাগেডন/গ্রাভিটি/হার কি ঠিক সাইফাই/সায়েন্স ফিকশন জাঁনরে পড়ে? আমার ডাউট আছে। ম্যান ইন ব্ল্যাক নেই দেখে খানিকটা অবাকই হয়েছি।
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:১৪
এম এম করিম বলেছেন: আরমাগেডন - Action, Adventure, Sci-Fi
গ্র্যাভিটি - Drama, Sci-Fi, Thriller
হার - Drama, Romance, Sci-Fi
(সূত্রঃ আইএমডিবি)
অন্য জানরার প্রভাব বেশি আছে। সে জন্যই বোধ হয়।
৮| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৫
এখওয়ানআখী বলেছেন: লুসি মুভিটা দেখেছিলাম। ওটাকি সাইফাই নয়? ভাল লেগেছিল। ওরকম মুভির জানালে খুশি হব।
১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:০১
এম এম করিম বলেছেন: হ্যা, সাইফাই।
চেষ্টা থাকবে ভবিষ্যতে এরকম মুভি নিয়ে আসতে।
৯| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৩৯
শান্তির দেবদূত বলেছেন: লিষ্টটা সেভ করে রাখলাম। বেশ কয়েকটা দেখা, বাকিগুলো দেখে ফেলতে হবে।
অনেক ধন্যবাদ, শুভকামনা রইল।
১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৩
এম এম করিম বলেছেন: ধন্যবাদ। অনেকদিন বাদে আপনার মন্তব্য পেলাম বোধ হয়।
ভাল থাকবেন।
১০| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:০৬
জেন রসি বলেছেন: পোস্টটা প্রিয়তে নিয়ে রাখলাম। ধন্যবাদ শেয়ার করার জন্য।
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১১
এম এম করিম বলেছেন:
আমার কোনো পোস্টে আপনার প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভকামনা জানবেন।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:০১
ব্লগ সার্চম্যান বলেছেন: আগে জানা ছিল না এখন জানা হল।