![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক'দিনের জন্য গিয়েছিলাম, তেমন কিছুই দেখা হয়নি। হঠাত্ তোলা ছবিগুলো থেকে বেছে নিয়ে এই ছবি ব্লগ। অনেক চেষ্টা করেও কিছু ছবি সোজা করতে পারলামনা। তাই উল্টা-ই সই।
ব্রিসবেন হুইল
ব্রিসবেন সিটি হল - সন্ধ্যায়
জাকারান্ডা ফুলে ছেয়ে আছে অনেক এলাকা
ব্রিসবেন সিটি হল - বিকেলে
ব্রিসবেন নদীতে সিটি ক্যাট চলছে, সময় সূর্যাস্ত
ফুড কোর্টে খাচ্ছি, পাশের টেবিলে দেখা মিলল এদের
কুইন স্ট্রীট মল - বসে গল্প করার উত্তম জায়গা
মাহফুজুর রহমানের দেখা মিলল। হারমোনিয়াম নিয়ে হেঁড়ে গলায় উচ্চাংগ সঙ্গীত জাতীয় কিছু গাইছিলেন। পয়সা জুটছিলনা।
ইনি গাইছিলেন দেস্পাসিতো। সুপার হিট। আমিও দিয়েছি (পৌনে) দু'ডলার।
সকালে পার্কের সামনে
সূর্য উঠেনি, রোয়িং ক্লাবের মেম্বেররা বেরিয়ে পড়েছে নৌকো নিয়ে
ব্রিসবেন বিমানবন্দর - কাচের ভেতর দিয়ে দেখছি রৌদ্র ছায়ার খেলা
ব্রিসবেন বিমানবন্দর - কাচের ভেতর দিয়ে দেখছি মেট্রো রেলের যাওয়া
ব্রিসবেন বিমানবন্দর - আমার প্লেন এসে গেছে
৪০,০০০ ফিট উপরে ৬০৭ মাইল ভূমিবেগে চলেছে বিমান
বিমানের সীট হতে
বিমানের সীট হতে
পাখায় ভাসিয়ে নিয়ে চলেছে আরেকটিকে
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩০
এম এম করিম বলেছেন: তা ঠিক, দেশের এক আনাও দেখা হয় নাই। উল্টা ছবি ব্লগে মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা জানবেন।
২| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৪
মনিরা সুলতানা বলেছেন: ভাগ্যিস জারকান্ডা গুলি উলটা হয় নাই !!
দেখলাম আপনার সাথে (উলটা ভাবেই হোক ) ব্রিসবন ।
শুভ কামনা !
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৪
এম এম করিম বলেছেন: হুম, এই ভেবে আমিও একটু সান্তনা পাইছি যে সবগুলা উল্টায় নাই।
৩| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৮
অপর্ণা মম্ময় বলেছেন: মাথা ঘুরে গেলো নিজেরে উল্টাইতে গিয়ে।
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৪
এম এম করিম বলেছেন: হেহেহে নিজেরে উল্টায়া পোস্ট দিতে গেলে আমার খবর ছিল।
৪| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৬
কালীদাস বলেছেন: শালার ব্রিসবেনের রাস্তাতেও দেসপাচিতো মঙ্গলগ্রহে যাইতে হৈব বাঁচতে
এয়ারবাস ৩৫০। এখনও চড়া হয় নাই, আশায় থাকলাম দ্রুত চড়ার। জানালা খানিকটা বড়ই লাগল ছবিতে, লেগরুম কেমন সিটগুলার?
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৮
এম এম করিম বলেছেন: লেগরুম খুব যে বেশি তা নয়। তবে সীট বেছে নিতে পারলে সমস্যা হবে না।
৫| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১০
আখেনাটেন বলেছেন: জাকারান্ডা ফুলগুলো তো দেখতে জারুল ফুলের মতো মনে হচ্ছে। ভাই-ব্রাদার নাকি।
ভালো লাগল উল্টা-পাল্টা ছবিব্লগ দেখে।
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪১
এম এম করিম বলেছেন: ভাই-ব্রাদার কিনা এ ব্যাপারে জানা নেই।
শুভকামনা জানবেন।
৬| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫২
সুমন কর বলেছেন: উল্টো ছবি-ব্লগ, সোজা করেই দেখলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ।
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫০
এম এম করিম বলেছেন: কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ।
শুভকামনা জানবেন।
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৩
চাঁদগাজী বলেছেন:
নিজের শহর চিটাগং এখনো ঠিকমতো দেখার সুযোগ পেলাম না, আপনি তো দুরের দেশের কথা বলছেন