![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ধরাতেই জন্ম আমার এইখানেতেই বাড়ি,
তবুও তো দিচ্ছ তুমি আমার সাথে আঁড়ি?
আরাকানে মুসলিম আমি, বাংলাতে সান্তাল
কুমিরটাতো এমনিই আসে না থাকলেও খাল।
তোমরা আমার ঘর ভেঙ্গে দাও, গাইতে দাও না গান
সুযোগ পেলেই তোমরা আমার নাও যে কেড়ে প্রাণ।
আমরা হলাম আম পাবলিক ক্ষমতা নাই কোন,
মারতে হলে তোমরা শুধু আমাদেরকেই চেনো।
তোমরা বানাও পর্নোগ্রাফি, তোমরা বানাও বন্দুক
সভ্য মানুষ তোমরা সবাই আমরা হলাম নিন্দুক।
ভাত নাই পেটে স্বপ্ন দেখি হবো তোমার মতো,
সময় গেলে সব ভুলে যাই বুকের যত ক্ষত।
এইতো আছি বেশতো ভালো ভুলে থাকি দুখটা,
তাইতো আমি বাড়িয়ে দেই তোমার জন্য বুকটা।
তোমরা যাও যে ভুলে শুধু আমরাও তো মানুষ,
গান গেয়ে তাই ব্যাথা ভুলি, নাই তো কোন হাউশ।
এই পৃথিবী পাল্টাবেই তো একদিন হবে আমাদের,
সেদিন কিন্তু ছুঁড়ে ফেলবো না, বুকে জড়াবো তোমাদের।
এই মানুষই ভালোবাসে, মমতারই নাম মানুষ
ভজনেতেই মিলবে রতন, মিলবে সোনার মানুষ।
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৫
ভ্রমরের ডানা বলেছেন:
মানবতা আর বাস্তবতা এক নয়। প্রায় দুই তিন মিলিয়ন জলবায়ু শরনার্থী দেশের জন্য উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে ছাপিয়ে বিবেক জাগ্রত হতে পারে না।