নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবীর মামুন

কবীর মামুন › বিস্তারিত পোস্টঃ

মা

১১ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৫৮

তোমার জঠরে জন্মেছি মাগো
হয়েছি যে বড় আজ
তোমার জন্য পৃথিবী গ্রহেতে
পড়ি যুদ্ধের সাজ।

দশ মাস দশ দিন ধরে
কত কষ্ট করে
তোমার ভেতরে বড় করেছ
একটু একটু করে।

নিজে না খেয়ে খাওয়ালেন মা
জেগে নির্ঘুম রাত
স্বার্থবিহীন বাসেন ভালো
ভুলে সব সংঘাত।

সন্তান যদি দূর চলে যায়
মা টেনে নেয় বুকে
হাসি-কান্নায় এক সাথে রয়
সুখে কিংবা দুখে।

হাজার দোষেও নয়তো বেজার
গোপন করে পাপ
সন্তানেরে মাফ করে দেন
দেন নাকো অভিশাপ।

মায়ের হাসি সবচে’ মধুর
জুড়িয়ে যায় প্রাণ
মায়ার বাঁধন বুকে ধরে রেখে
গাই যে মায়ের গান।

পরম যত্নে আর মমতায়
কত সাধ জীবনের
স্নেহের শাসনে মায়ার বাঁধনে
জীবন তো ক্ষণিকের।

মায়ের বাঁধন পরম মমতা
খুঁজে পাইনা তো আর
বুঝবে সেজন প্রিয়জন শুধু
হারিয়ে গিয়েছে যার।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:১১

হাবিব বলেছেন: সুন্দর কবিতা

২| ১১ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:১৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৩| ১১ ই আগস্ট, ২০২১ দুপুর ১:০১

রানার ব্লগ বলেছেন: মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানালেও শোধ হবে না।

৪| ১১ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৪১

অক্পটে বলেছেন: আহ কত সুন্দর করে সাজিয়ে লিখেছেন আমাদের সাথে মায়ের সম্পর্কটি। ভালো লাগল।

৫| ১১ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.