নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবীর মামুন

কবীর মামুন › বিস্তারিত পোস্টঃ

একদিন সুন্দরবন হবো

১১ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:১১

যেখানে সাগর আর নদীর জোয়ার-ভাটায়

ছুঁয়েছে প্রকৃতি,

সেখানে একদিন আমি

মিশে যাবো প্রকৃতির মাঝে।



তুমি আসবে আমার কাছে

হেঁটে যাবে আমার বুকের পাঁজরের হাঁড়ে

তৈরি হওয়া রাস্তা ধরে।

একটা বাঘের গর্জন শুনতে পাবো

তুমি আর আমি একসাথে।

তুমি তখন এদিক ওদিক তাকিয়ে

আমাকেই খুঁজবে।

এধারে ওধারে নড়ে উঠবে গোলপাতারা,

আর ভয়ে কেঁপে উঠবে

বৃক্ষ খেকো দানবেরা।



তুমি কিন্তু ভয় পেয়ো না সেদিন।

পথ চলতে চলতে তখন

আমি হয়ে উঠবো অসীম সাহসী,

তারপর একদিন আমি সুন্দরবন হবো।
ঝড় এলে পেতে দেবো বক্ষ

প্রাকৃতিক ঢাল হয়ে বাঁচাবো তোমাদের।



আমার হৃদয় গহীনে

বাসা বেঁধে থাকা পাখ-পাখালির ভীড়ে

তুমি ভুলে যাবে যত দুঃখ।

হাজারো বাউয়ালি আর মৌয়ালি,

আমার বুক থেকে আহরণ করবে মধু,

লক্ষ মানুষ বেঁচে থাকবে আমারই প্রাচুর্যে।

আর আমি জেগে থাকবো লক্ষ বছর,

কারণ আমি সুন্দরবন হবো।



আমাকে হত্যা করতে আসবে ওরা কয়লা নিয়ে,

আমার গলা টিপে ধরবে জাহাজ ভাঙ্গা যন্ত্রে।

আমার বুকের ভেতর বয়ে চলা জলধারাকে

ওরা ধ্বংস করতে চাইবে ওদেরই ঢেলে দেওয়া নীল বিষে।



আমাকে যারা হত্যা করতে আসবে

উন্নয়নের বাহানায়,

আমি তাদের হাতে তুলে দেবো ফল আর ফুল

আমার শ্বাসমূল।



শত্রুর বুকে তাদের বুকে ঝড় তুলবো আমি

একদিন সুন্দরবন হয়ে

আর বাঁচিয়ে দেবো দেশটাকে।

লক্ষ-কোটি মানুষের

বেঁচে থাকার অক্সিজেন হবো

সেদিন তোমরা আমাকে ভালোবাসবে।



আমার বুকে বাসা বাঁধা যত মৌমাছি,

আমার বুকে পুষে রেখেছি যত কুমির, কাঁকড়া

আর বাঘেদের,

আমি তাদের তৈরি করবো তোমাদের ধ্বংসের জন্য,

তারা আমাকে ভয় করবে সেদিন

কারণ আমি সুন্দরবন হবো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.