![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন খয়েরি বিকেলে
একটি ফেরারি বাতাস তার হাওয়ার দমকে
ভাসিয়ে নিয়ে গেল তোমাকে আমাকে।
একটি মিছিল পায়ে পায়ে হেটে
উচ্চকন্ঠে বলে যায়
মানুষের অধিকারের কথা।
আজন্মকাল থেকে বহমান নদীটি
একদিন থেমে গিয়ে,
একটি প্লাবনে
ভাসিয়ে নিয়ে গেল একটি জনপদ।
পাহাড়ের বুক চিঁড়ে বেড়ে উঠা বৃক্ষটি
বুক ফুলিয়ে নিঃশ্বাস নিয়ে
বের করে দিলো অক্সিজেন।
ঘন বন থেকে উড়ে আসা ময়নাটি
শিষ দিয়ে যাওয়া বোলে
দিয়ে গেলো মুক্তির বারতা।
ঠিক তক্ষুণি
ফেরারি বাতাস জানিয়ে দিলো
পৃথিবীটা লাল হয়েছে খুনে রাঙা ফাল্গুনে।
২৩ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:০৭
কবীর মামুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ
২| ২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৭
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: মাশআল্লাহ ।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৮
রাজীব নুর বলেছেন: ছবি উপরের দিকে দিবেন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০০
কবীর মামুন বলেছেন: ভালো পরামর্শ। ধন্যবাদ
৪| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৩১
নেওয়াজ আলি বলেছেন: খুব ভালো লাগলো
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:০১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক গোছালো কবিতার অভিব্যক্তি। ভালো লাগলো।