![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am proud to be a Muslim.
প্রথম আলোর আজকের পত্রিকায় মান্না সংক্রান্ত নিউজ করেছে শেষ পৃষ্ঠায় ! শিরনামটা "অডিও কে ফাঁস করলো কেন করলো" ? এই টাইপের । রিপোটা পরলে মনে হবে অডিও ফাসকারিকে খুজে বেরকরে অবিলম্বে শাস্তি দিতে হবে, কারন মান্নার মত এমন একজন লোকে সমাজে হেয় করাহয়েছে এই জন্যে!!! আমার খুবপ্রিয় পত্রিকা ছিল প্রথমআলোর আমার বাসায় প্রতিদিনের পেপার এটাই, কেঊ যখন প্রথম আলোকে নিয়ে কটুকথা বলত আমি একাই লড়তাম ! কিন্তু ধিরে ধিরে বুজতে পারছি এরা সংবাদের নামে সেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, ব্যক্তিগত আক্রোশ , মিসগাইড ইত্যাদি ইত্যাদি করছে । আর এই বিষয় গুলো ঠিক তখনই আপনার কাছে পরিষ্কার মনে হবে যখন আপনি একি ঘটনার সংবাদ ৪/৫ টা পেপারে ও অনলাইনে পরবেন । দেখবেন ৪ টা দৈনিক ঘটনাটা হুবহু এককথা বলছে সেখানে প্রথম আলো ঘুরিয়ে ফিরিয়ে ঘটনা অন্যদিকে নিয়েগেছে!!! সারা দেশে যখন মান্নার কু কর্মের আলোচনা-সমালোচনা হচ্ছে, সেখানে প্রথম আলো ফাঁস হওয়া অডিওর কোন সংবাদ পরিবেশন করে নাই! একটা বড় পাঠককুল এই সংবাদ থেকে বঞ্চিত হচ্ছে । যেখানে যেকোন এক্সক্লুসিভ সংবাদ অনেক রং লাগিয়ে প্রকাশ করে প্রথম আলো সেখানে মান্না অডিও কি কোন সংবাদের মধ্যে পরে না??? অবশ্য প্রকাশ করবেও কি ভাবে মতি ভাইর নাম যে আছে মান্না ভাইর কণ্ঠে !!! জয় কর্পোরেট জায়েন্টদের জয় হো !!! প্রথম আলোর জয় হোক
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৩
হাটু ভাঙ্গা দ বলেছেন: সাঈফ শেরিফ ভাইয়া, আপনার গেথারতে জানাছি আমি কিন্তু ৬ ফেব্রুয়ারি ২০১৩ শাহবাগের গলা ফাটানো শ্লোগান দেয়া একজন । আমাকে যদি অন্য কিছু মিনে করে কথা বলেন এটা খুবই হতাশা ব্যঞ্জক হবে ভাই ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৩
হাটু ভাঙ্গা দ বলেছেন: এইটা আপনার কেমন বিচার হলো, যে প্রথম আলোর বিরুদ্ধে কথা বললেই আমি ছাগু হয়ে গেলাম! আপনি তো দেখছি আওমীলিগের মত কথা বলছেন, তাদের বিরুদ্ধে কেউ কিছু বললে তারা বিএনপি-জামাত হয়ে যায়!!! ভাই দুধ কে দুধ আর পানিকে পানি বলার চ্যাস্টা কইরেন ।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১১
মেহেদী_বিএনসিসি বলেছেন: অবশ্যই খবরটার গুরুত্ব আছে, মান্না কোন ইসু্য নয়.......ইসু্য হলো কে তাকে এভাবে বলির পাঠা বানিয়েছে........এতে বেনিফিশিয়ারীটা কে......।
কল রেকর্ডার অন করে ওনাকে মুলো দেখিয়ে অডিওটা বাজারে ছেড়ে দেয়ার মুল হোতাটা কে.......। ঝি পিটিয়ে কয় পক্ষকে শিক্ষা দেয়া হলো.........?
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৫
হাটু ভাঙ্গা দ বলেছেন: আমি আপনার সাথে সহমত পোষণ করছি । কিন্তু মান্নার কথা মালা অবশ্যই গুরুত বহন করে বৈকি ।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১২
যোগী বলেছেন:
প্রথম আলোর এই ভন্ডামীটা আমিও খেয়াল করেছি।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৪
মেহেদী_বিএনসিসি বলেছেন: এ অপরাধে মান্নার ফাসিঁ বা ক্রসফায়ার হলেও কোন আপত্তি নাই......ওনার কথোপকথন বা আটকের খবরের চেয়ে আমার বুকে বিধেছে মিরপুরে ২০-২১ বছর বয়সী তিন তরুনের ৫৪ বুলেটে গনপিটুনীতে মৃতু্যর খবরটা......দেশে কোন ধরনের রাজনৈতিক সংস্কৃতি চলছে..........
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪০
হাটু ভাঙ্গা দ বলেছেন: ভাইরে আমরা খুব অন্ধকার সংস্কৃতির দিকে যাচ্ছি ! পুলিশ এই ঘটনায় আবার যুক্তি দার করাচ্ছে ঐ ৩ জন নাকি গনপিটুনিতে মারা গেছে এবং গুলি করেছে পিটুনির সময় মানে পাবলিকে !!! কি ভাবছে এরা আমার সবাই অন্ধ??? বধির???
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৮
চলতি নিয়ম বলেছেন: এভাবে ই বদলে দেয়
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪১
হাটু ভাঙ্গা দ বলেছেন: হা হা হা! যথারত বলিয়াছেন
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৩
এম. রহমান বলেছেন: প্রথম আলো বয়কট কুরুন। এখন থেকেই।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৩
সাঈফ শেরিফ বলেছেন: বাঁশের কেল্লাও কিন্তু প্রথম আলোর বিরুদ্ধে আপনার মতই এভাবে বিষাদেগার করে ।