![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন আগের কথা। তখন সাগর নামের ছেলেটা স্কুল এ পড়তো। ক্লাস সেভেন কি এইট এ। ও সবসময় অদ্ভুত সব কাজ করে বেড়াতো। যার একটা ছিল পরীক্ষার খাতায় গল্প লিখে আসা।
একদিন ম্যাডাম পরীক্ষার খাতা দিতে এসে প্রথম একটি ব্যাপার লক্ষ্য করেন। সব ছাত্র পরীক্ষায় ২৫ এ সর্বোচ্চ ১২ পায় সেখানে সাগর পায় ২০ আর ম্যাডামের চোখ পরে সাগরের খাতায় একটি শব্দে।
"ইমরান হাশমী।"
ম্যাডাম পুরো খাতাটি তখন স্কুল এ পড়ে শোনান। খাতাটাতে ইমরান হাশমীর একটা সিনেমার পুরো গল্পটি লিখা ছিলো। এই খাতাটি আরেকটি ছেলে পরে সাগরের কাছে থেকে কিনে নেয়।
গল্পটি একদম সত্যি।
আমাদের দেশের শিক্ষা ব্যাবস্থাটা এরকমই। সঠিক মুল্যায়ন পাবেন না কখনো। আপনি যতই ভালো লিখেন না কেনো পাবেন না। কিন্তু আপনি যদি নতুন এবং অদ্ভুত কিছু করে দেখান তবে মুল্যায়ন পাবেন। বাস্তব জীবনেও।
©somewhere in net ltd.