নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারিয়ে যাওয়ার গল্প\nযে গল্পতে শুধু আমি নেই

মইন উদ্দিন আহমেদ টিপু

The Streets Will Lighten Up My Way

মইন উদ্দিন আহমেদ টিপু › বিস্তারিত পোস্টঃ

এই দেশ কখনো এগিয়ে যাবে না। কখনো না

২৭ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৪০

আমি বলছি বাংলাদেশ এর কখনো উন্নতিই হবে না। কখনো মাথা উচুঁ করে দাঁড়াতে পারবে না।

বুক ফুলিয়ে বিদেশিদের বলতে পারবে না আমি বাংলাদেশি।

পারবে কিভাবে? যেখানে দেশেই সে নাগরিক হওয়ার প্রমাণ করতে পারে না? যেখানে বিদেশের নিয়ন্ত্রিত সারকারখানা থেকে বেশি দামে সার কিনে, দেশের সারকারখানা গ্যাস নেই বলে বন্ধ করে রাখে। কিন্তু বিদেশীদের ধারা নিয়ন্ত্রিত সারকারখানায় গ্যাস দিতে সমস্যা হয় না।

পারবে কিভাবে যেখানে মানুষ গড়ার কারিগর শিক্ষকরা না খেয়ে মারা যায়?

পারবে কিভাবে যেখানে সপ্তাহের ৬ দিনই হরতাল এর নামে দেশ ধ্বংস করা হয়?

পারবে কিভাবে যেখানে যারা দেশ গড়ার স্বপ্ন দেখে তাদেরকে কোনো না কোনো ভাবে বাঁধা দেয়া হয়?

পৃথিবীর সব দেশ যেখানে উন্নতি করতে নিজেদের সমৃদ্ধ করছে সেখানে বাংলাদেশ নিজের অল্প একটুও যা আছে তা পাশের দেশে বিক্রি করছে।

যেখানে সব দেশ সব কিছুই প্রযুক্তি নির্ভর করছে সেখানে বাংলাদেশ সেই চিঠিতেই রয়ে গেছে।

যে দেশে জাফর ইকবাল স্যার এর মতো একজন যে সব ত্যাগ করে দেশকে এগিয়ে নিতে কাজ করছে তাকে অপমান করে।

যে দেশে নোবেল বিজয়ী মানুষকে পৃথিবীর সামনে ছোটো করতে উঠেপড়ে লাগে।

যে দেশে ভুল আইন এর কারণে মানুষকে কষ্ট পেতে হয়।

যে দেশে বিদেশ থেকে অর্থ দেশে আনার উপায় বন্ধ করে রাখা হয়।

যে দেশের মন্ত্রীরা শুল্ক মুক্ত দামী গাড়ি আনে, আর দেশের জনগণ ডাবল শুল্কে পণ্য কিনে।

সে দেশ কিভাবে এগিয়ে যাবে?



এই দেশ কখনো এগিয়ে যাবে না। কখনো না।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৬

সেমিবস বলেছেন: দেশ পেছানোর জন্য অনেক কিছুই দায়ী

ড. মুহম্মদ জাফর ইকবাল স্যারের পদত্যাগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এবং পরের কথা.............................................

২| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০১

ভোরের সূর্য বলেছেন: ভাই এসব মনে হয় মুক্তিযুদ্ধে যে জেনোসাইড হয়েছে তার চেয়ে খুব ছোট খাট ব্যাপার।তা না হলে যুদ্ধপরাধীদের বিচারের জন্য আমরা সবাই শাহবাগে এক হলাম কিন্তু এসবের জন্য আমরা এক হতে পারছিনা।

মনে হয় যুদ্ধাপরাধীদের বিচার হলেই মনে হয় সব শেষ। দেশ থেকে অনাচার বন্ধ হয়ে যাবে। আর কিছুই লাগবেনা।

রানা প্লাজায় ১২০০জন নিরীহ মানষ মারা গেল।তারা না হয় মরে গিয়ে বেচে গেছে কিন্তু যারা আহত হরে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেল,মানষিক প্রতিবন্ধী হয়ে গেল,কখনো দেখেছেন তাদের জন্য শাহবাগে তথাকথিত প্রগতিশীল মানুষ বা যুদ্ধাপরাধী বিচার মঞ্চের কেউ আন্দোলন করেছে যে রানার বিচার চাই,ফাঁসি চাই?এসব কি জেনোসাইড না?গণ হত্যা না? সেই যে মেয়েটি গলা ফাটায় গান গাচ্ছিলো কোথায় গেল এখন?

প্রতিদিন যে হরতাল অবরোধে বোমা,আগুনে,মাড়ামাড়িতে মানুষ মারা যাচ্ছে এসব কি ১৯৭১সালের চেয়ে খুব ছোটখাট বিষয়?কৈ কাউকেই তো দেখছিনা শাহবাগে এসে জড় হয়ে বলতে যে আমরা এসব মাড়ামাড়ি চাইনা।হত্যা চাইনা।ভাংচুর চাইনা।শান্তি চাই।তোমরা দুদল আমাদেরকে শান্তি দাও।
কিভাবে তাহলে এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ??????

৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫১

পাস্ট পারফেক্ট বলেছেন: যতদিন হাসিনা-লহালেদা আর তাদের পরিবারের লোকজন রাজনীতি করতে থাকবে ততদিন এই দেশ কখনো এগিয়ে যাবে না। সমস্যা হইলো ২ পরিবার নিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.