![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে তেমন ধারণা নেই। পড়ি, লেখতে ভালবাসি।
অন্তরাত্মার খবর জানা নেই বলে
স্বপ্নেরা কেঁদে মরে তোমার ঝুলদরজায়
আশাহত প্রত্যাবর্তন যদিওবা নয়
তবুও বদলে যাওয়ার নিয়মে-অনিয়মে
প্রেম-ভালবাসা কাম-ক্রোধ কিংবা রাগ-অভিমান
সবকিছু অচিন অচিন লাগে
তোমার চোখের ভাষা, যা আমি পড়ে ফেলতাম
অ-আ-ক-খ এর মতন
তা আজ যেন দুর্বোধ্য চৈনিক ক্যারাক্টার!
তোমার উত্থিত বক্ষে
আমার যত না কামনা তারচে’ বহুগুণে বিস্ময়!
কেমনে লই নিচের খবর?
২| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১৯
সরদার হারুন বলেছেন: আপনার লেখা "ঝুলদরজায়" শব্দের অর্থ না বুঝতে পেরে কবিতার কিছুই বুঝিনি ..
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১০
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++++ সুন্দর ।