![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আয়কর মেলা চলছে। যারা আয়কর দেন তাঁরা মোটামুটি আয়কর রিটার্ন বিষয়ে মোটামুটি আবগত। 2016-2017 করবর্ষের আয়কর রিটার্ন জমায় 2015-2016 আয়বর্ষের আয়,ব্যয় ও স্থিতি প্রতিফলিত হবে। চাকুরীজীবীদের আয়কর রিটার্নে বেশ কিছু বিষয়ে গড়মিল পরিলক্ষিত হচ্ছে। যেমন- বেতন স্কেল-2015 অনুযায়ী চাকুরীজীবীগণ মহার্ঘভাতা প্রাপ্ত হবেন না কিন্তু যেহেতু বেতনস্কেল কার্যকর হতে কয়েকমাস সময় লেগেছে সেহেতু উক্ত সময়ে আমরা মহার্ঘভাতা উত্তোলন করেছি। পরবর্তীতে তাহা বকেয়া বেতন দেওয়ার সময় মূল বেতন হতে কর্তন করা হয়েছে।তাই উক্ত সময়ে উত্তলিত মহার্ঘভাতা মূল বেতন হিসেবে করযোগ্য আয় হবে। যা নিরুপনে অনেকেই ভূল করছে। তাই এই বিষয়ে সাবধান থাকতে হবে, নইলে পরবর্তীতে রিটার্নটি অডিটে পরবে।
আর একটি বিষয় হচ্ছে- যাদের বেতন আয় করযোগ্য হওয়ার কারণে উৎসে আয়কর কর্তন করা হচ্ছে অনেকে বলছেন আমারাতো আয়কর দিচ্ছি। এখন কেন আবার দিতে হবে? কিন্তু সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে- জনাব, আপনার 2016-2017 করবর্ষের আয়কর রিটার্ন দিচ্ছেন সেটি 2015-2016 অর্থ বছরের। তখন কোন কর কর্তন করা হয় নাই। আর এখন যে কর কর্তন হচ্ছে সেটি 2016-2017 অর্থ বছরের। তাই এটি 2017-2018 করবর্ষে প্রযোজ্য হবে।
মনে রাখবেন যাদের মূল বেতন 16,000/- টাকার উপরে তাদের 2016-2017 করবর্ষে আয়কর রিটার্ন জমা দিতে হবে। করযোগ্য আয় হলে কর দিবেন না হলে নাই।
©somewhere in net ltd.