![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি দেশের নাগরিক হিসেবে আমাদের বেশ কিছু দায়িত্ব রয়েছে। এরমই একটি দায়িত্ব হচ্ছে সরকারী কর সমূহ পরিশোধ করা। কেননা এই করের টাকা দিয়েই কিন্তু দেশ পরিচালনা করা হয়।
তবে প্রতক্ষ কর হিসেবে আয়কর সকল ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়। নিদ্রিষ্ট একটি সীমার পর এই আয়কর দিতে হয়। কোন ব্যক্তি (individual) করদাতার আয় যদি বছরে ২,৫০,০০০/- টাকার বেশী হয় তবে তাকে রিটার্ন দিতে হবে। মহিলা এবং ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের পুরুষ করদাতার আয় যদি বছরে ৩,০০,০০০/- টাকার বেশি, প্রতিবন্ধী করদাতার আয় যদি বছরে ৩,৭৫,০০০/- টাকার বেশী এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি বছরে ৪,২৫,০০০/- টাকার বেশী হয় তাহলে তাঁকে রিটার্ন দিতে হবে। তবে আয়ের পরিমাণ যা-ই হোক না কেন কতিপয় ব্যক্তির ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক। তাঁদের তালিকা নীচে দেয়া হলোঃ
(১) আয়বর্ষে করযোগ্য আয় থাকলে;
(২) আয়বর্ষের পূর্ববর্তী তিন বছরের যে কোন বছর করযোগ্য আয় নিরূপিত হলে;
(৩) সিটি কর্পোরেশন অথবা বিভাগীয় ও জেলা শহরের পৌরসভায় বসবাসকারীদেরঃ
ক) একটি গাড়ীর মালিক হলে;
খ) মূল্য সংযোজন কর আইনে নিবন্ধিত কোন ক্লাবের সদস্য হলে;
(৪) সিটি কর্পোরেশন, পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদে ব্যবসা পরিচালনার জন্য ট্রেড লাইসেন্স এবং ব্যাংক এ্যাকাউন্ট থাকলে;
(৫) ডাক্তার, দন্ত চিকিৎসক, আয়কর আইনজীবী, আইনজীবী, চার্টার্ড একাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট এ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ার অথবা সমজাতীয় পেশায় নিয়োজিত সকল ব্যক্তিবর্গ;
(৬) চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ অথবা কোন ট্রেড এসোসিয়েশনের সকল সদস্য;
(৭) পৌরসভা, সিটি কর্পোরেশন অথবা জাতীয় সংসদ নির্বাচনে সকল পদপ্রার্থী;
(৮) সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা অথবা স্থানীয় কর্তৃপক্ষের ঠিকাদারী কাজে টেন্ডারে অংশগ্রহণকারী সকল ব্যাক্তি বা প্রতিষ্ঠান;
*** 2016-2017 করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় 30 নভেম্বর/2016 পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করলে 124 ধারা অনুযায়ী জরিমানা,73 ধারা অনুযায়ী 50 শতাংশ অতিরিক্ত সরল সুদ এবং 73এ ধারা অনুযায়ী বিলম্বসুদ আরোপযোগ্য হবেন। জরিমনা পূর্ববর্তী বছরে ধার্যকৃত করের 50% অথবা 1000/-, দুটির মধ্যে যেটি বেশি।
*****সময়মতো রিটার্ন দিন জরিমানা পরিহার করুন****
©somewhere in net ltd.