![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-আয়কর রিটার্ন আপনার আয়, ব্যয় ও পরিসম্পদের বিবরণ। এটি পুরণের সময় অবশ্যই সচেতন থাকতে হবে নইলে অনেক সময় সমম্যায় পরতে হবে। আর এই সমস্যা অবশ্যই অার্থিক তবে তার চেয়ে বেশি সমস্যা হয় মানষীক। অনেকেই আয়কর জটিলতার পরার পর রাতে ঠিকমত ঘুমাতে পারেন না বলে জানান। তাই আয়কর রিটার্ন পুরণের সময় আপনাকে যে বিষয়গুলো সম্প্রর্কে সচেতন হতে হবে-
-----আয়ের ক্ষেত্রে-
* আয়কর রিটার্নে আপনার আয় বলতে যা বুঝায় তা সবই উল্লেখ করতে হবে। এবং যথাযথ প্রমাণাদি দাখিল করতে হবে। যেমন-বেতন আয়ের ক্ষেত্রে বেতন বিবরণী, ব্যাংক বিবরণী, জিপিএফ সিডিউল। ব্যবাস বা পেশার ক্ষেত্রে- ক্রয়-বিক্রয় রেজিষ্টার, কর্মচারীকে প্রদেয় বেতন-বিল রেজিষ্টার, ব্যাংক বিবরণী ইত্যাদি।
*কোন ক্ষেত্রে উৎসে কর কর্তন কর থাকলে তার প্রত্যয়ণপত্র ও চালান অবশ্যই দাখিল করতে হবে।
*গৃহ সম্পত্তি থাকলে এবং এ থেকে আয় থাকলে ভাড়া প্রাপ্তির প্রমাণপত্র/ ভাড়ার চুক্তিপত্র, পৌরকর প্রদাণের রশিদ দাখিল করতে হবে।
* ব্যবাসর ক্ষেত্রে ব্যবসায়ের ধরন উল্লেখ করতে হবে। কেননা বিভিন্ন রকম ব্যবসার জিপি (Gross profit) বিভিন্ন হয়।
-----সম্পদ বিবরণী-
*সম্পদ বিবরণীতে আপনার ব্যবসর পুজি (ব্যবসা থাকলে) উল্লেখ করতে হবে । এতে আপনার ব্যবসার মূলধন সহ যাবতীয় মালামাল ও ব্যবসা সংশ্লিষ্ট অর্থের পরিমাণ উল্লেখ করতে হবে।
*অকৃষি সম্পত্তি থাকলে তার অবস্থান ও বিবরণ দিতে হবে। এবং আইন সম্মত ব্যয় সহ ক্রয়মূল্য উল্লেখ করতে হবে। উল্লেখ প্রয়োজনীয় দলিল বা চুক্তিপত্রের কপি দাখিল করতে হবে।
* কৃষি সম্পত্তির ক্ষেত্রেও একই নিয়ম।
*বিনিয়োগ থাকলে তা উল্লেখ করতে হবে। উল্লেখ প্রয়োজনীয় প্রমাণাদির কপি দাখিল করতে হবে।
* হাতে নগদ, ব্যাংকে গচ্ছিত অন্যান্য সম্পদ উল্লেখ করতে হবে। ব্যাংক বিবরণী দাখিল করতে হবে, একাধিক হলে সব।
*যদি কোন দায় বা ঋণ থাকে তবে তা উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় প্রমাণাদি দাখিল করতে হবে।
*পারিবারিক ব্যয়ের ক্ষেত্রে খাতওয়ারী খরচ প্রদর্শন করা ভাল।
----মনে রাখবেন যদি কোন উৎস থেকে লোন গ্রহন করেন তবে তার পরিমান 5 লক্ষ টাকার অধিক হলে তা অবশ্যই ব্যাংক ট্রান্সফার বা ক্রস চেকের মাধ্যেমে করতে হবে। অন্যথায় তা গ্রহনযোগ্য হবে না।
---উল্লেখ্য যে, আয়কর রিটার্নে আপনার যে সম্পদ প্রদর্শিত থাকবে আইন অনুযায়ী তাই আপনার বৈধ সম্পদ, আর যা অপ্রদর্শিত থাকবে তা অবৈধ হিসেবে ধরা হবে। এবং তা কখনও উৎঘাটিত হলে তার উপর কর আরোপ হবে।
********আয়কর রিটার্ন দাখিলে সচেতন হউন, অযথা ঝামেলা পরিহার করুন*****
©somewhere in net ltd.