নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,
___"তাহলে তুমি বলতে চাইছো, গত বছর বিশে কোন জিনিসেরই দাম বাড়েনি?"
___"গত দু' দশকে কোন জিনিসের দাম তো বাড়েইনি বরং দামি দামি জিনিস হয়েছে সস্তা।
বিশ্বাস যদি নাই কর, ইকরামের দু'মেয়েকে জিজ্ঞেস করতে পারো-
জিজ্ঞেস করতে পারো বেপরোয়া বাসের চাপায় চ্যাপ্টা শিক্ষার্থীর সহপাঠির কাছে।
সেমিস্টার ফি যোগাতে যে ছেলেটা গ্রীষ্মে পরের ভুঁইতে দিন-মজুরের কাজ করে ঢাকায় ফেরে,
তুমি তার কাছেও জিজ্ঞেস করতে পার।
তুমি জিজ্ঞেস করতে পারো "ক্ষিধে নেই" -বলে যে ছেলেটা শূন্য পকেটে লুকায় সম্ভ্রম।
তুমি চাইলে বেইলি রোডের পোড়া-বেলী দিতে পারে উদাহরণ।
উপমা দেবে এই রোজায় ডামি ফলে ইফতার করা প্রতি রোজাদার
কী হারে দাম পড়েছে ব্যবসায়ী সততার!
তখন তুমি দেখবে, মনুষ্যত্বের দাম কমেছে। সততার দাম কমেছে।
দাম কমেছে আদর্শের, নীতির, বিবেকের, বিশ্বাসের।
সবচেয়ে কমেছে দাম জীবনের!
বুঝলে তণুর মা, জীবনের!
আর তোমার তণু ছিল এই মূল্যহ্রাসের চূড়ান্ত সীমানা।"
২১ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:২৮
মাস্টারদা বলেছেন: ধন্যবাদ
২| ২১ শে মার্চ, ২০২৪ ভোর ৪:২৬
নূর আলম হিরণ বলেছেন: বাঙ্গালীদের নৈতিকতা সবসময় পড়তির দিকে থাকে।
২১ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৩৫
মাস্টারদা বলেছেন: দুঃখের, কষ্টের, দুশ্চিন্তার, অপমানের বিষয় এটা।
৩| ২১ শে মার্চ, ২০২৪ সকাল ৭:২৪
শ্রাবণধারা বলেছেন: বেশ সুন্দর লিখেছেন।
২১ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৩৬
মাস্টারদা বলেছেন: ধন্যবাদ।
৪| ২১ শে মার্চ, ২০২৪ সকাল ৮:৫০
ঢাবিয়ান বলেছেন: খুব তিক্ত সত্য। জিনিষের দাম বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে অসততা , নীতি নৈ্তিকতার অধঃপতন , তেলবাজদের দৌড়াত্ম।
২১ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৩৯
মাস্টারদা বলেছেন: বিচারহীনতার সংস্কৃতি আরো খারাপের দিকে নিয়ে যাবে। অপরাধীকে আরো সাহসী হতে উৎসাহিত করা হবে।
৫| ২১ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৩১
রাজীব নুর বলেছেন: জীবনের দাম কমেনি।
খেয়াল করে দেখবেন, কারো রক্ত দরকার হলে মধ্য রাতে কেউ না কেউ ছূটে যায় হাসপাতালে।
২১ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:২৮
মাস্টারদা বলেছেন: ইউ আর রাইট, আই অ্যাম নট রঙ।
থ্যাঙ্কস।
৬| ২১ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৪৬
নতুন বলেছেন: আসলেই মানুষের জীবনের বিরাট মুল্য হ্রাস চলছে সমাজে...
২১ শে মার্চ, ২০২৪ দুপুর ১:০৩
মাস্টারদা বলেছেন: দীর্ঘ শ্বাসের পাল্লা করছে শুধু ভারী...
৭| ২১ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:০৫
ফিনিক্স পাখির জীবন বলেছেন: মাঝে মাঝে মনে হয়,পরকালে হিসাব দিব কিভাবে!
এত অন্যায় দেখেও মুখে কুলুপ এটে ভয়ে কুঁকড়ে বসে আছি।
চোখের ঘৃণার দৃষ্টিটুকুও আজকাল লোভের পর্দার নিচে ঢাকা পড়ে যাচ্ছে।
ধুকে ধুকে কাপুরুষের মৃত্যুর অপেক্ষায় আমরা!
আর সেই লাশের অপেক্ষায় বসে আছে অত্যাচারী শকুন!
২১ শে মার্চ, ২০২৪ রাত ৯:৪০
মাস্টারদা বলেছেন: এ বোধ সবার আসে না। যে পারবে শুধু সেই পায় এ দান। শুকরিয়া জ্ঞাপন করেন। আর আপনার আমার সবার পথ তিনি সহজ করে দিন।
৮| ০৬ ই মে, ২০২৪ রাত ৯:৪৩
মোছাব্বিরুল হক বলেছেন: সবচেয়ে কমেছে দাম জীবনের। চমৎকার বলেছেন, এর চেয়ে স্বল্প মূল্যে বর্তমানে মনে হয় আর কিছু পাওয়া যায় না।
৯| ২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৪০
এসো চিন্তা করি বলেছেন: দারুন হয়েছে ভাই ।
আমার লেখাগুলো পড়ার আমন্ত্রণ রইলো ❤️
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০২৪ রাত ১২:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ। আমাদের মূল্যবোধের চরম অবক্ষয় উঠে এসেছে খুবই সাবলীলভাবে।