নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,
তুমি অদ্ভুত! এলে বেলা করে
ফুরিয়ে আসা ছোট নদীটির তীরে।
বাড়ন্ত ঘাসে ভরা বুকে ডাহুকের ডিম,
জাগা চরে হাঁপায় স্রোতে। অন্তিম
শ্বাস ছেড়ে উবে গেছে আশাহত মাছ
বৃষ্টিরা বেড়াবে বলে কত আশ্বাস
দিয়েছিল! গেছে সব নিদাঘের ঘায়
তাতে ওই শুকতারার কী বা আসে যায়?
দল বেঁধে ঘুরে যায় শুক্লোর রাতে
"মরা নদী"__ ভুলে যায় বৃষ্টির আশাতে।
২০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫৪
মাস্টারদা বলেছেন: হ্যাঁ হ্যাঁ! বলেছেন ঠিক
এখন আর কেউ পুষ্পের হাসি হাসিতে চাহে না।
জাহান্নামের আগুনের আলাপ করিতে চায় বেশি।
ভালো গালায় কোকিলের স্বার্থকতা। ধন্যবাদ।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর।
২০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫৬
মাস্টারদা বলেছেন: ধন্যবাদ।
আরো সুন্দর হোক মন
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭
শায়মা বলেছেন: আহা আজকাল কেউ আর তেমন কবিতাই লিখে না এই ব্লগে।
অনেক ভালো লাগা ভাইয়া!