নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়ার কানন

মাধব

নিশ্চুপ আঁধার...

মাধব › বিস্তারিত পোস্টঃ

একসাথে

০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৪

যদি হারিয়ে যেতে চাস তুই তবে কি করে আটকে রাখি বল
যদি ভালোবাসি বলি তোকে তবু কি যাবি চলে বন্ধু আমায় বল
যদি গল্প সাজাই তোকে নিয়ে তবে করবি না কি সেই গল্পে অভিনয়
যদি আশার আলো দেখি এই পৃথিবীতে তবু কেন যে এই হৃদয়ে দিস তুই ভয়।

তোকে ছাড়া আর লাগে না যে ভালো কিছু
তুই ছাড়া কি করে কাটাই জীবন
ফিরে কি আসবি না ভালো কি বাসবি না
ভুল-শুদ্ধ যাই হোক করিস না বারণ।

তুই তুই করে দিন কাটে রাত কাটে
তোকে নিয়ে যে গান-কবিতা কথা বলে
শুরু থেকে শেষ শুধু তোকে মনে পড়ে
যুদ্ধ তোকে নিয়ে যদি সোনার সংসার গড়ে।


অভিমানী মন আর দূরে থাকিস না
অনেক পুড়েছে এ হৃদয়, তুই আর পোড়াস না
সব ভুলে আয় মুছে ফেলি চোখের জল
একসাথে থেকে একসাথে বাঁচি চল।

রাত ১২ টা ৩৩
১১।০২।২০১৫
মালিবাগ চৌধুরিপাড়া
©ফয়সাল বিন হাফিজ

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৫২

রুদ্র জাহেদ বলেছেন: তুমিময় কবিতা।তুই ফিরে আয়, আমার এই শূন্য প্রাণ পূর্ণ কর

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৫৬

মাধব বলেছেন: ফিরে পেতে চাইলেও কি সে ফিরে আসবে ?

২| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১১

সুলতানা রহমান বলেছেন: একসাথে থাকা একসাথে বাঁচা ……সুন্দর!
ফয়সাল আপনার নাম?

২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৫

মাধব বলেছেন: শুকরিয়া। ফয়সাল আমার ই নাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.