নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহবুবুর রহমান সাহী এর ব্লগ

অতি সাধারন নিম্নবিত্ত মুসলিম বাঙালি রিবারে আমার বেড়ে ওঠা,আমি সর্বোপরি মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে একজন স্বাভাবিক মানুষ হিসেবে সৃষ্টি করার জন্য।আব্বু আম্মুকে অনেক ভালোবাসি,কখনও বলিনি,জানাতে পারি নি।একটাই ইচ্ছা,তাদের মাথা উচু করা।

মাহবুবুর রহমান সাহী

I\'m a little bit introver but friendly and the best part of me,I always think positive,do positive. I love truth

মাহবুবুর রহমান সাহী › বিস্তারিত পোস্টঃ

পণ্য ও বিজ্ঞাপন

২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৪

সেদিন ক্লাস নেয়ার সময় আমাদের একজন শিক্ষক
আমাদেরকে ভাইভা বোর্ডে নিজেকে কিভাবে উপস্থাপন
করতে হয় তার কিঞ্চিৎ দিক
নির্দেশনা দিচ্ছিলেন ,তো তিনি বললেন যে প্রায়
ভাইভা প্যানেলে একজন
অতি সুন্দরি নারী থাকেন যার আপাত
দৃষ্টিতে কোন কাজ নাই,কাজ একটাই তার সৌন্দর্য
দিয়ে ক্যান্ডিডেট কে মোহিত ও বিভ্রান্ত করা
(খাইয়া আর কাজ নাই)
প্রসঙ্গ ক্রমে তিনি বিভিন্ন বিজ্ঞাপনের কথাও
বললেন, আজকাল বিজ্ঞাপনে মেয়েদের নেয়ার
কারন একটাই,বিজ্ঞাপন দাতার পণ্যাদির
প্রতি মানুষকে আকর্ষিত করা।
আসলে এটা আমরা সবাই জানি। পণ্য দেখার
উদ্দেশ্যে না হোক ঐ নারী কে দেখতে হলেও
বিলবোর্ডে আপনার চোখ ঠিকই
আটকাবে (সাথে তাদের পণ্যটির উপরেও
আপনি একনজর দেখে নিলেন)। আর আপনার চোখ
আটকাবেই বা না কেন? চোখ ধাঁধানোরর
ব্যবস্থা ডিরেক্টর রা করেই রাখেন। মডেল দের
কে এমনভাবে সেখানে expression দিতে হয় যে আম
আদমি অনেক সময় বিভ্রান্তির মধ্যে পড়ে যায় যে,
আসলেই এটা expression না কি e-xxx-pression
যে পণ্যটি মডেল ধরে আছেন সেটি নিয়েও অনেক সময়
confusion তৈরি হয় তার ঐ মাত্রাতিরিক্ত
আবেদনময়ী expression এর কারনে,কল্পনাবিলাস
দর্শক কল্পনা করেই বসতে পারেন যে,মডেল পণ্য
ধরে আছেন, না অন্য (...১৮+...) কিছু )
আসলে,পণ্যের বিজ্ঞাপনে কাজ করতে যেয়ে আধুনিক
নারীসমাজ কবে যে নিজেদেরকেই পণ্য
বানিয়ে ফেলেছে তা তারা নিজেরাই জানে না।
কার্বন এজডেটিং করলেও মনে হয় সেই সময় নির্ণয়
করা অসম্ভব :-P

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.