নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইড বেঞ্চ

সাইড বেঞ্চ › বিস্তারিত পোস্টঃ

প্রসেনজিৎ সাহেবের কুরুচি সম্পন্ন ষ্ট্যাটাস

২৩ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩৮

তিনি অনেক গুলো চরিত্রের রুপকার। কখনো নেতা, কখনো শিক্ষক, কখনো আদর্শ ছাত্র। এই যে চরিত্রগুলোয় অভিনয় করলো, কিছুই কি অন্তরে ধারন করতে পারে নাই? প্রসেনজিৎ এর মত একজন মানুষ এই রকম একটি পোষ্ট দিবেন কোনরুপ চিন্তাভাবনা ছাড়া এটা যেন মানাই যায় না। কারন যে ব্যক্তি নিজের দুঃসময়ে বাংলাদেশে এসে নিজের সুসময় খুজেছে সে কিভাবে ঐ বাংলাদেশ কে আঘাত করে কথা বললো? শুধু দুঃসময় বলছি কেনো সুসময়েও তো ছিলেন। তিনি কি ভেবে দেখেন নাই যে এই ছোট্ট দেশটাতে তার অনেক ভক্ত থাকতে পারে। তার একটা মাত্র লেখায় সারা জীবনের অর্জন শেষ হয়ে গেলনা? তিনি কি ভেবে দেখেন নাই যে এই ছোট্ট দেশটা অনেক বিশাল আবেগ ধারন করতে পারে। যেখানটাতে ভারতের মত একটা দেশ রীতিমত নাকানি-চুবানি খেতে পারে অনায়াসে। আর কয়দিন পর তো ওনি নিজেই বিড়ালের মত আসবেন নিজের ছবির প্রচারনার কাজে। তখন উনি কিভাবে মুখ দেখাবেন তা মন জানতে চায়। যদিও তিনি নিজেকে ডিফেন্ড করে পাল্টা আরেকটি পোষ্ট দিয়েছেন এবং আগের পোষ্টটি ডিলেট করেছেন এবং তিনি যে যুক্তি দাঁড় করিয়েছেন তা আমার কাছে হাস্যকরই মনে হয়েছে। যাই হোক উনি বাংলাদেশে আসুক এবং এসে দেখে যাক আমাদের হৃদয়টা কত বড়, আমরা কত সহজেই ভুলে যাই বা যেতে চাই।। Welcome to our Bangladesh…..প্রসেনজিৎ সাহেব।।

সাইড বেঞ্চ

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.