নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইড বেঞ্চ

সাইড বেঞ্চ › বিস্তারিত পোস্টঃ

লাক্স এবং দিপীকা

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৪

শুনতেছি বাংলাদেশের নারীদের মোহনীয় করার অঙীকার নিয়ে দিপীকা ঢাকায় আসছেন। তিনি ঢাকায় আসছেন আমার কোনো সমস্যা নেই, আমার কথা হলো তিনি কত টাকার চুক্তিতে ঢাকায় আসছেন? এবং এই টাকা কি আমাদের দেশ থেকে যাবে না? আচ্ছা যাক আমরা ফকিরদের কেও তো টাকা-পয়সা দিয়ে থাকি। তো উনি না হয় কিছু মিছু নিয়ে যাবেন আর কি। কিন্তু এত কিছুর পরও তো আমরা তাদের মন পাই না, কলকাতার অনেক তারকাই(?) অতীতে এসেছেন, নিয়েছেন, এবং আবারও অনেকেই আসতে পারেন। কিন্তু তারা যে অকৃজ্ঞ জাতি শুধু এই জায়গায়টায় সমস্যা। তো দিপীকা ঢাকায় আসুক ক্ষতি নেই। তিনি যেনো কোনো একসময় বাংলাদেশকে আরেকটা পাকিস্তান আক্ষা না দেয়। কর্তৃপক্ষের উচিত কমিটমেন্ট টা আদায় করে নেয়া। রুপম সাহেবরা ভালো থাকুক, তারা ভালো থাকলেই আমরা দান করার জায়গাটা পাই। স্বাধীনতার পর থেকে তো দিয়েই আসছি।
--------সাইড বেঞ্চ-------

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৩

মীর সজিব বলেছেন: স্বাধীনতার পর থেকে তো দিয়েই আসছি।
তাহারা এক প্রকার হাইব্রীড মানের গাভী।

২| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৩

মীর সজিব বলেছেন: স্বাধীনতার পর থেকে তো দিয়েই আসছি।
তাহারা এক প্রকার হাইব্রীড মানের গাভী।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৩

মীর সজিব বলেছেন: স্বাধীনতার পর থেকে তো দিয়েই আসছি।
তাহারা এক প্রকার হাইব্রীড মানের গাভী।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৮

সাইড বেঞ্চ বলেছেন: আপনি তিন বার বলেছেন কথাটি, এইটা কি তিন সত্যির মতো? ওহ। আপনাকে থ্যাংকস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.