নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইড বেঞ্চ

সাইড বেঞ্চ › বিস্তারিত পোস্টঃ

ছুটি অথবা না ফেরার গল্প

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১২

"প্রিয়,
ভালবাসি। ভালোবাসা নিও। জানি রাগ করে আছো, কি করবো বলো, ব্যস্ততার কারনে তোমাকে লিখতে পারছিনা। এই ছুটিতেই বাড়ি আসছি, তোমার প্রিয় একগাদা লাল চুড়িও নিয়েছি। এইবার আমি নিজে তোমার হাতে পরিয়ে দিবো বলে। আমি আসবো, অপেক্ষায় থেকো।
ইতি
তোমারই সাদাফ"

এমনই একটি চিঠি পাওয়া গেল হাসপাতালের করিডোরে রাখা লাশটির পকেটে।।
.......
না, প্রত্যেক দিনই দেরি হয়ে যাচ্ছে অফিস যেতে, বস যে কেনো আমায় ছাঁটাই করে দিচ্ছে না- আমি নিজেই বুঝি না। আজও দেরি, আজও সিম্পলি বকা খেতে হবে। শুধু নাস্তা তৈরী হতেই যদি এত দেরি হয় তাহলে তো ফ্রি ফ্রি স্যারের বকা খেতেই হবে।
দ্রুত রেডি হচ্ছে সাদাফ। দ্রুত কিছু করতে গেলেই সাদাফের আরো দেরি হয়ে যায়। অফিসে এরই মধ্যে "লেইট লতিফ" নামে ভূষিত হয়েই আছে সাদাফ। কোনো রকম খেয়েই বের হলো ও। বুক পকেটে হাত দিয়েই দেখলো, না চিঠিটা জায়গা মতোই আছে। অফিস যাওয়ার পথেই পোস্ট করে দিবে চিঠিটা। দ্রুত পা বাড়ায় সাদাফ। ওই তো রাস্তার ওপাশেই পোস্ট অফিস টা। একটু এদিক ওদিক তাকিয়ে অন্য সবার সাথে সাবধানে পার হতে লাগলো রাস্তাটা। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটা দ্রুতগামী বাস সাদাফ সহ দু'তিন জনের উপর দিয়ে চলে গেলো। মূহুর্তেই সব শেষ হয়ে গেলো কয়েকটা তাজা প্রাণ। সবাই দৌড়ে গেলো দূর্ঘটনাস্থলে। লোকজন দেখলো একজন নাড়াচাড়া করছে, বেঁচে আছে সাদাফ এখনো। সে হাতের ইশারায় বুকপকেটে রাখা চিঠিটা আর পোষ্ট অফিসটা দেখাচ্ছে। কেউ কিছু বুঝলো না, তারা দ্রুত সাদাফ'কে কাছের একটা হাসপাতালের দিকে নিয়ে ছুটলো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৮

অরণ্যের কাব্যে পারিজাত বলেছেন: মর্মাহত স্টোরি

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৩

সাইড বেঞ্চ বলেছেন: হুম, এইটা আমার ফেসবুকে প্রকাশিত একটা গল্প।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.