দুঃখিত, আমি দেবতা নই, আদিম কোনও সাধনার মত প্রাচীন আত্মা হইত... আসলেই দুঃখিত, আমি বাধ্য নই, সূর্যের সাথে যুদ্ধ করতে অবারিত... দুঃখিত, আমি ভেতর থেকেই অন্ধ, যা আমাকে ফেলে দেই নি অপকৃষ্টতার মৃত্যুকূপে..দুঃখিত,আমি নিজের কাছেই,নিজেকে ভোলাতে পারিনা ।
কিঞ্চিৎ আশার আলো
সন্ধ্যা হতে সকাল আবেগের বেশে
জীবনের কেটে যাওয়া ক্ষণ গুলো
ভালোলাগায় ভরা থাকে-তোমার জন্য
তাই।
তোমায় যত দেখে তত মুগ্ধ হই,
তুমি আমার পাশে না থাকলেও রেখে তোমার আত্মা ।