নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি অবার বিস্ময়ে বেঁচে থাকি, অবৈধ স্থাপনার মতো উচ্ছেদ হয়ে যাবো কোনো একদিন।

Hasin mahtab

একজন নৈরাশ্যবাদী

Hasin mahtab › বিস্তারিত পোস্টঃ

চাইলেই কি বলতে পারব \'লা ইলাহা ইল্লাল্লাহ\' ?

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৭

কয়েকদিন আগে কিশোরগঞ্জে ছিলাম। বাসার পাশেই কোথাও ওয়াজ মাহফিল হচ্ছিল যা রুমের ভেতর থেকে বেশ ভালোভাবে শোনা যাচ্ছিল। মাহফিলে খতিব সাহেব বেশ ইন্টারেস্টিং একটা ঘটনা শোনালেন। খতিব সাহেব তখন যুবক। তাঁর বাবা একবার অসুস্থ হয়ে পিজি হসপিটালে ভর্তি হন। বাবার পাশে থেকে বাবাকে সেবা যত্ন করতেন যুবক খতিব সাহেব নিজেই। তাঁর বাবার পাশের বেডে একজন
মৃত্যুশয্যায় ব্যক্তি ছিলেন। তিনি থেকে থেকে বেহুঁশ হতেন, আবার জ্ঞান ফিরে পেতেন, আবার হুঁশ হারাতেন। ডাক্তার তার সময়সীমা বেধে দিয়েছিলেন।ইন্টারেস্টিং যে ব্যাপারটার উপর তিনি আলোকপাত করলেন সেটা হল, পাশের সেই মানুষটা হুশ পাওয়া মাত্রই উর্দুতে বলে উঠত -"এই গাঁটরি ৪ আনা, ঐ গাঁটরি ৮ আনা।" তাকে তাই তালক্বিন (লা ইলাহা ইল্লাল্লাহ) করানো সম্ভব হচ্ছিল না। লোকটার পরিবারের মানুষজনের কাছ থেকে জানা গেল, সারাজীবন তিনি গাঁটরি বিক্রয় করেছিলেন ‘এই গাঁটরি ৪ আনা, ঐ গাঁটরি ৮ আনা’ বলে বলে। মৃত্যুর সময় তাই এই কথাগুলো ছাড়া আর কোন কথা বের হচ্ছিল না।

ঘটনাটা শুনে আমি যেটা বুঝলাম, মৃত্যুর সময় আমারা চাইলেই ''লা ইলাহা ইল্লাল্লাহ'' বলতে পারি না। এই বলতে পারাটা অনেকখানি নির্ভর করে আমি সারাটা জীবন কিসের উপর ছিলাম। আমি সারা জীবন গুণ গুণ করে গান গাইতে গাইতে পার করে দিলে মৃত্যুর সময় আমার মুখে ঐ গানই চলে আসবে, ''লা ইলাহা ইল্লাল্লাহ'' আর আসবেনা। আমি মানুষটা যদি হই খুব আলট্রা মডার্ন একশটা কথা বললে দুইশবার বলে উঠি fuck, তাহলে মৃত্যুর সময় F দিয়ে শুরু ঐ চার অক্ষরের নোংরা শব্দটাই আমার মুখ থেকে বের হতে থাকবে, অন্য কিছু না।
.
কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছিলাম – দুটো বিমান আকাশে মুখোমুখি সংঘর্ষে একবার চুরমার হয়ে যায়। একটা বিমানের পাইলটদ্বয় ছিলেন মুসলিম। ব্ল্যাক বক্স থেকে জানা গেল – এই বিমানের একজন পাইলট মেঘের আড়াল থেকে সদ্য বের
হওয়া মাত্র কয়েকগজ দূরে অন্য বিমানটাকে নিজেদের মুখোমুখি দেখামাত্র একটা কথাই বলে উঠেন আর সেটাই ছিল তাঁর বলা শেষ কথা –‘আল্লাহু আকবার’। পুরো ব্যাপারটা হয়ে মাত্র গেছে, 5-7 সেকেন্ডের মধ্যে।
.
আমার একটা বদঅভ্যাস আছে, কোনো অপরচুনিটি হারিয়ে গেলে বা কোন দুর্ঘটনা ঘটলে ‘শিট’ বা 'ধুর বাল' বলে গাল দিয়ে উঠি। যেটা বর্তমানে ‘ইন্নালিল্লাহ...’ দিয়ে রিপ্লেসড করার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটা দেখে আমি ভাবতে লাগলাম, ঐ পাইলটের সিটে আমি বসে থাকলে আমার বলা শেষ কথাটা হত ‘শিট’। দুনিয়া থেকে এটা বলেই বিদায় নিতে হত আমার। ২-৩ সেকেন্ডের মধ্যে 'লা ইলাহা ইল্লাল্লাহু' বা 'আল্লাহু আকবর' বলা আমার পক্ষে একেবারেই সম্ভব হত না কারণ আমি এর যিকিরে জীবনটা ব্যয় করিনি। সেই পাইলট সাবকনশাসলি আল্লাহু আকবর বলতে পেরেছেন কারণ তিনি এর যিকিরে ছিলেন সারাজীবন।
.
সে যাই হোক। লা ইলাহা ইল্লাল্লাহ বলে দুনিয়া থেকে বিদায় নিতে চাইলে আমার জিহবাকে সবসময় আল্লহর যিকিরে রাখতে হবে। কারন কিছু কিছু সময় আমরা ইচ্ছা করলেই সবকিছু করতে পারিনা। আবার কিছু কিছু জিনিস মনের অজান্তেই আপনার অভ্যাস দ্বারা পরিচালিত হয়। সুতরাং অভ্যাস টা ভালো করুন।আল্লাহ সবার মঙ্গল করুক।

(আমীন)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.