নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি অবার বিস্ময়ে বেঁচে থাকি, অবৈধ স্থাপনার মতো উচ্ছেদ হয়ে যাবো কোনো একদিন।

Hasin mahtab

একজন নৈরাশ্যবাদী

Hasin mahtab › বিস্তারিত পোস্টঃ

একজন সালমান মুক্তাদির এবং আধুনিকতার নামে নোংরামি।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৫

সালমান কে?
একজন তথাকথিত সেলিব্রেটি। টাকা আছে, ফেইম আছে আর আছে মেয়েদের ইমপ্রেস করার লিজেন্ডারী লেভেলের ক্ষমতা। সরি টু সে, জাস্ট বিকজ অফ দৌজ ফাকিং থিংস, অনেক মেয়ে তার বিছানায় শোয়ার জন্য ২৪x৭ প্রস্তুত। (মাফ করবেন, এখানে হয়ত নারী জাতীকে ছোট করে ফেললাম) অবিবাহিত সালমানের সেক্স আপিল পূরণের জন্য হস্তমৈথুন করা লাগে না, প্রেম করা লাগেনা, নিষিদ্ধ পল্লিতে যাওয়া লাগে না, এসকর্ট সার্ভিস থেকে কলগার্ল ভাড়া করা লাগে না। তার দিকে তাকিয়ে থাকা কয়েক'শ মেয়ের মধ্যে যেকাউকে ফোন দিয়ে ডেকে এনে বিছানায় শোয়ালেই বাকি কাজ মেয়েটা করে দিবে। এখন যেমনটা জেসিয়া করছে, আগেও অনেক মেয়ে এভাবে করে গিয়েছে আর সম্ভবত আগামীতেও অনেকে আসবে।
.
এইটা বাংলাদেশ। খাতা কলমে ইসলামিক দেশ না হলেও আপাতদৃষ্টিতে ইসলামিক দেশ বলা চলে। এখানে নোংরামি হয় রাতের আধারে। দেহব্যবসা হয় চোখের আড়ালে। সব জায়গায় সবকিছু মানায় না। বরাবরই পৃথিবীর অন্যতম রক্ষনশীল জাতি আমরা, আমাদের মা বোনেরা। তিতা সত্যি হলো, কেউ জেনেও জানেনা ভাব করে, অবৈধ কিছু করে ফেললেও গোপনে থাকে; কেউ জানে না সেসব। গোপন জিনিস তো গোপন থাকাই শ্রেয়। আর আমরাও তাই করি। হ্যা আমরাও সাত ধোয়া তেতুল আঁটি নই।
.
সো কল্ড মিস বাংলাদেশী জেসিয়া হয়ত চরিত্রহীনা বেশ্যা হতে পারে, আমাদের মা বোনেরা তা নয়। সালমান প্লেবয় হলেও আমি, আমার ছোট ভাই আর বাসার পাশের বড় ভাই প্লেবয় নয়। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ নাই এরকম ছেলে খুঁজে পাওয়া না গেলেও দেশের ৯০% ছেলেই সভ্য! অন্তত ক্যারেক্টারলেস নয়। আমাদের মা বোনেরা জেসিয়ার মত অবৈধ সম্পর্ক করে না, আমি বা আমাদের ভাইয়েরা সালমানের মতো মেয়েদের জীবন নষ্ট করেনা।
.
সালমান জেসিয়া আধুনিকতার নামে যা শুরু করেছে তা এদেশের কালচারের বিরুদ্ধে, পশ্চিমা সংস্কৃতির ছোঁয়া লাগিয়ে ছোটো ছেলে মেয়েদের মনে সেই কনসেপ্ট টা ঢুকিয়ে দিচ্ছে। এখন তো প্রাইমারী হাইস্কুল পড়ুয়া অনেকেই অনলাইনে আসে! ফেসবুক ইউটিউব মিউকিক্যালি স্ন্যাপচ্যাট তাদের কাছে অতি পরিচিত। সালমান জেসিয়ার বেহায়াপনা দেখে দেখে আর কয়েকবছর পর দেখবেন ক্লাশ ফাইভের বাচ্চা রুম ডেটে যাচ্ছে। কি হবে তখন? যদি এমন হয় বাচ্চাটা আমার বা আপনার? কিংবা ছোটো বোন বা ভাই?
.
সালমান গতকাল একটা পোস্ট দিয়েছে যেখানে খুব সুন্দরভাবে লিখেছে, তারা প্রেম করে না। সম্পর্কে থাকা মানেই প্রেম নয়। তার অতিতের শিক্ষা থেকে সে ভালোবাসায় বিশ্বাস করে না। তারা একে অপরকে পছন্দ করে, কেয়ার করে। এজন্য তারা একে অপরের সঙ্গ নিচ্ছে। জেসিয়ার জন্য সালমানের জীবন চেইঞ্জ হয়েছে, জীবনে সে আরো প্রাক্টিক্যাল হয়েছে। এবং তারা একে অপরের সঙ্গ ভালোবাসে কিন্তু্ু প্রেম করে না। আরো অনেক কারন দেখিয়েছে আর বারবার বলেছে দ্যে আর নট ইন লাভ! সবশেষে এবং পুরো পোস্ট জুড়ে একই কথা রিলেশনশিপ কষ্ট দেয়না কিন্তু প্রেম কষ্ট দেয়।
.
এবার সময় হয়েছে এই পোস্টে কি শিক্ষা দিয়েছে সেটা জানার।
প্রাপ্ত বয়স্ক একটা ছেলে মেয়ে প্রেম করবে না, বিয়ে করবে না অথচ সম্পর্কে থাকবে। কি সম্পর্কে থাকবে? স্রেফ ফ্রেন্ডশিপ? ছেলে মেয়ে ফ্রেন্ডশিপ করলেই সেক্স কর‍তে হয়? লিপকিস করে বা আরো অশ্লিলভাবে ছবি তুলে সেগুলো আবার ফেসবুকে আপ করতে হয়? কই আমি তো আজ পর্যন্ত দেখিনি এমন! কেউ কি দেখেছেন? আর রিলেশনশিপ কষ্ট দেয় না কথাটা ঠিক! ভালো তো, ভালো না? কোনো কমিটমেন্ট নাই অথচ নিয়মিত শারীরিক সম্পর্ক করছে। প্রেম করলে তো মেয়েটা অনেক পেরা দিতো, বিয়ের জন্য চাপ দিতো। একদম ঠিক বলছে। কথায় বলে না? 'সবার সব কথা, কানার শুধু চোখের কথা'!
.
সালমানের এসব কাজের ব্যাখা কি? অনেকদিন ধরেই তো দেখে আসছি! তাহসিনেশনের রোস্টিং ভিডিওতে তো বাচ্চা নষ্ট করার প্রমানও মিলেছে, সেই সাথে অনেক মেয়ের জীবন নষ্টের কথাও সবাই জানে। এখনো হয়ত অনেক মেয়ে আছে সম্মানের ভয়ে মুখ লুকিয়ে আছে!
.
তবুও কিছু ছেলে মেয়ে সালমান সমর্থন করে বলবে,"কি হিংসে হয়? এটা তার ব্যক্তিগত ব্যাপার! ব্যক্তিস্বাধীনতা বা তাদের ইচ্ছা হয়েছে তাই করছে। তুমি কেন দেখতেসো? ইগ্নোর করে যাও। অয়েল ইয়্যুর ওন মেশিন" ইত্যাদি ইত্যাদি। কেউ কেউ বলবে সালমান বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, দেশের জন্য অনেক করেছে।
.
তাদেরকে আমি বলতে চাই, আপনার বন্ধু যদি আপনার সাথে জাস্ট ফ্রেন্ড হিসেবে সেক্স বা এরকম কমিটমেন্ট ছাড়া সম্পর্কে আসতে চায়, তাহলে আপনি কি বলবেন? জুতা খুলে মারবেন নিশ্চই। তবে যারা সালমানের মতো 'ধরি মাছ না ছুঁই পানি' টাইপ ছেলে মেয়ে, তারা তাদের যুক্তি থেকে ফিরবেন না। আমি সালমান ভক্ত বা সালমানের আদর্শে আদর্শিত কাউকে কিছু বলতে চাই না কারণ তারা নোংরামি চায়! আর এই নোংরামি তাদের নেশা। সালমান বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে কিভাবে তা আজও মাথায় আসেনি৷ তবে যদি কোনোভাবে করেও থাকে, তবে সেটা পজেটিভ কিছু না। যখন শুনি সালমান দেশের জন্য অনেক করেছে, তখন হাসি পায়। অনেক করেছে, কি করেছে জানেন? এই যে টিনএজ ছেলে মেয়েগুলোর লজ্জা বোধ মুছে দিয়েছে। ১০ বছর আগের ছেলে মেয়ে আর এখনকার ছেলেমেয়ের পার্থক্যটা বুঝতে কষ্ট হওয়ার কথা না।
.
আর সালমান ভক্তদের আস্কড আরেকটা কোয়েশ্চেনের উত্তর হলো, অনলাইন টা সালমানের বাপের কেনা না, যা ইচ্ছা তাই করবে। আমি ইগ্নোর করলেও আমার ভাই বোন দেখবে, তাদের পক্ষ থেকে হলেও এই নোংরামির ক্ষুদ্র প্রতিবাদ করা নৈতিক দ্বায়িত্ব আমার। অবশ্যই ঈমানী দ্বায়িত্বও বটে৷ দেশের কালচারকে এভাবে নষ্ট বা বিকৃত করার অধিকার সালমানের নেই তেমনি ভার্চুয়ালে ওপেন সেক্স ব্যাপারটা প্রোমোট করারও কোনো অধিকার নেই, ওর ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত থাকতো যদি ও তার কাজগুলো পাব্লিকে শেয়ার না করতো। এবার সালমান ভক্তদের পাকা ধানে মই পড়ে যাবে হয়ত। সেক্স ফ্রিক কিছু ছেলে মেয়ে বুঝেও না বুঝার ভান ধরবে৷
.
সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ তার কাজগুলোকে সমর্থন করতে পারেনা! সালমান বিকৃত মস্তিষ্কের, কুরুচিপূর্ণ মনোভাবসম্পন্ন, এটেনশন সিকার একজন মানুষ। সেলিব্রেটি কিসের সেলিব্রেটি? ইউটিউবার? অভিনেতা? বাংলাদেশেই সালমানের চেয়ে অনেক বড় সেলিব্রেটি আছে, অনেকেরই ক্যারিয়ার শেষের পথে তবু আজ পর্যন্ত এরকম কোনো নোংরামি দেখা যায়নি। সালমান আহামরি কেউ না। সালমান ছাড়া বাংলাদেশের মিডিয়া চলতে পারবে।
.
অনেক কিছু বলার ছিলো, তবে নর্দমা ঘাটলে দুর্গন্ধ ছাড়া আর কিছু বের হবে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যায়, কিভাবে শিখলো এসব? কে বানিয়েছে এত নীচু? কি শিক্ষা দেয়নি? ওর মা বোনও কি এরকম ইলিগ্যাল রিলেশনশিপে বিশ্বাসী? নাকি তারা এসব করতে করতে অভ্যস্ত! - আল্লাহ জানে। প্রচলিত একটা কথা, 'গাড়ির চাকা সামনের টা যেদিকে যায় পেছনেরটাও তো সেদিকেই যাবে!

আমার ফেসবুক প্রোফাইলে প্রথম প্রকাশ ৩০ সেপ্তেম্বর রাত ১০ টা ৫১ তে (Click This Link)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.