![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন নৈরাশ্যবাদী
সমকামীতা সম্পর্কে জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন, সমকামী কি সেটা না বুঝলেও ইংরেজি লেসবিয়ান আর গে(ই) শব্দটা দিয়েই বুঝানো যাক৷ গত পরশু ভারতে সমকামীতা বৈধতা পাওয়ার পর বাংলাদেশ এবং ভারতীয় বাঙালী অনেকেই অনেক ধরণের মন্তব্য করছেন যদিও, তবে ইসলাম কি বলে তা জানাটা জরুরী।
.
অবশ্যই ইসলামে homosexuality সম্পূর্ণ হারাম। লুত (আ) এর কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন যেসব কারণে এর মধ্যে সমকামিতা ছিল একটি। আমি এখানে কুরআনের আয়াত আর হাদিসগুলো উল্লেখ করছি।
.
- "এবং আমি লূতকে প্রেরণ করেছি। যখন সে স্বীয় সম্প্রদায়কে বললঃ তোমরা কি এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে সারা বিশ্বের কেউ করেনি ? তোমরা তো কামবশতঃ পুরুষদের কাছে গমন কর নারীদেরকে ছেড়ে। বরং তোমরা সীমা অতিক্রম করেছ।" (সূরাঃ আরাফ ৭:৮১-৮২)
- অন্য একটি আয়াত, "সারা জাহানের মানুষের মধ্যে তোমরাই কি পুরূষদের সাথে কুকর্ম কর? এবং তোমাদের পালনকর্তা তোমাদের জন্য সঙ্গিনী হিসেবে যাদের সৃষ্টি করেছেন, তাদেরকে বর্জন কর? বরং তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।" (সূরা শুয়ারা ২৬:১৬৫-১৬৬)
- ইবনে আব্বাস বলেন, রাসুল (স) বলেছেন, "তোমরা যদি কাউকে পাও যে লুতের সম্প্রদায় যা করত তা করেছে, তবে হত্যা কর যে করছে তাঁকে আর যাকে করা হচ্ছে তাকেও।" (আবু দাউদ 38:4447)
.
সুতরাং পরিষ্কারভাবে বুঝা যাচ্ছে সমকামীতা মারাত্নক ঘৃণ্য এবং ক্ষমার অযোগ্য অপরাধ। এবার জানা যাক সমকামীতার শাস্তি কি কি,
- ইবনে আব্বাস বলেন, "অবিবাহিত কাউকে যদি সমকামিতায় পাওয়া যায় তাহলে তাঁকে পাথর মেরে হত্যা করতে হবে।" (আবু দাউদ, 38:4448 )
- যে কাউকে লুতের কওমের মতো করতে দেখলে যে দিচ্ছে আর যে পাচ্ছে দুজনকেই হত্যা কর।" (তিরমিজি 1:152)
- ইবনে আব্বাস (রা) বলেন, "আলী (রা) তাঁর সময়ে ২ জন সমকামীকে পুড়িয়ে দেন। আর আবু বকর(রা) তাদের উপর দেয়াল ধ্বসিয়ে দেন।" (মিশকাত, খণ্ড ১, পৃষ্ঠা ৭৬৫, প্রস্তাবিত শাস্তি)
.
অধিকাংশ মুসলিম দেশে সমকামিতাকে ক্রাইম হিসেবে দেখা হয় এবং শাস্তি হিসেবে মৃত্যদন্ড দেয়া হয়। সৌদি আরব, ইরান, মৌরিতানিয়া, উত্তর নাইজেরিয়া, সুদান, ইয়েমেন এ সমকামিতার শাস্তি হিসেবে মৃত্যদন্ড দেয়া হয়। তালেবান শাসনামলে আফগানিস্তানে সমকামিতার শাস্তি মৃত্যদন্ড দেয়া হত কিন্তু এখন সেটা জেল ও অর্থদন্ডে নামিয়ে আনা হয়েছে। পাকিস্তানে দুই থেকে আজীবন জেল দেওয়া হয় সমকামিতার অপরাধে। মিশরে সমকামিতার বিরুদ্ধে কোন আইন নেই, কিন্তু সমকামিতা সেখানে বৈধ নয়। তার জন্য জেল শাস্তি হিসেবে রাখা হয়েছে। লেবাননে সমকামিতা বৈধ নয় কিন্তু সেভাবে শাস্তি দেয়া হয় না। যদিও ইউনাইটেড আরব আমিরাত ও বাংলাদেশে সমকামিতার বিরুদ্ধ আইন স্পষ্ট নয়। এর বাইরেও তুলনামূলকভাবে ছোটো মুসলিম দেশ যেমন বাহরাইন, কাতার, আলজেরিয়া, উজবেকিস্তান ও মালদ্বীপে সমকামিতার শাস্তি হিসেবে জেল, অর্থদন্ড ও শারীরিক শাস্তি দেয়া হয়।
.
যেহেতু এতক্ষন আলোচনা করেছি, তাই সমকামীতা নিয়ে মুসলমানদের আর ভালো মন্দ বা সন্দেহের কোনো প্রশ্ন আসা উচিত না। এটি নিষিদ্ধ এবং ঘৃণ্য পাপ। ভারতে পাশ হয়েছে সেটা নিয়ে আমার মাথা ব্যাথা নাই। সমস্যাটা হলো আমাদের আগ্রহ আর কৌতুহল নিয়ে, ভারতে এই আইন পাশ হওয়ার পর থেকে ভারতে যতটা না আলোড়ল দেখেছি তারচেয়ে বেশি মনে হচ্ছে এপার বাংলা বা বাংলাদেশ থেকে বেশি হচ্ছে। পাপের কথা নিয়ে আলোচনা করা আর কৌতূহলী হওয়াও নবী (সা) অপছন্দ করতেন। আর স্বাভাবিকভাবে এই ব্যাপারটি প্রোমোট করছি কিন্তু। অনেক লোক জানছে, যারা জানতো না তারাও জেনে যাচ্ছে আর নতুনভাবে অনেকের মনে প্রশ্ন জাগছে, "আচ্ছা এইটা কি আরেকটু বিস্তারিত জেনে দেখি তো!" আর জানতে যেয়েই বেশি পাপ হচ্ছে, মনে কুপ্রভাব আসছে, খারাপ চিন্তা মাথায় আসছে।
.
আমরা বাঙলাদেশিরা সিরিয়াল প্রেমী, সিরিয়াল এক্ট্রেসদের চুলের ক্লিপ থেকে শুরু করে জুতাটাও কপি করে ফেলি। ভারতীয় সংস্কৃতি অনুকরণের ট্রেডিশন আজকের নতুন নয়। তবে সেসব সিরিয়াল নির্মাতারা যে তাদের সংস্কৃতি আর ধর্ম আমাদের মাঝে গোপনভাবে আর অতি সূক্ষ্মভাবে ঢুকিয়ে দিচ্ছে তা হয়ত আমাদের মনের অজান্তেই হয়ে যাচ্ছে। সোজাভাবে বলতে পারে এটি এক প্রকার মিথস্ক্রিয়া। উদাহরণ দিতে পারি এভাবে, দুর্গা পূজার সময় ওরা সব সিরিয়ালেই দুর্গাপূজা দেখাবে৷ এসময় তাদের পূজা এবং পূজার ভেতর কি কি হয় সেসব দেখাবে৷ আমরা দেখি আর শিখি, ব্যাপারটা দারুণ না? এই সুপ্ত মিথস্ক্রিয়ার ফলাফল বুঝতে চাইলে গত ১০ বছরের সমস্ত বিবাহবিচ্ছেদ, পরকীয়া ঘটিত ব্যাপার, ব্যাভিচার, প্রেম এবং কিছু ক্ষেত্রে পরিবারের মধ্যে ফাটল ধরার ঘটনার পরিসংখ্যান ঘাটতে হবে৷ আমি হলফ করে বলতে পারি সিংহভাগই দেখা যাবে ভারতীয় সংস্কৃতি তথা সিরিয়াল থেকে কোনো না কোনোভাবে প্রভাবিত। আর ভিক্টিমরাও অকপটে এই কথাটি স্বীকার করে নিবেন৷
.
তো ভারতীয় সিরিয়াল আর তার প্রভাব নিয়ে লেখালিখি অনেক হয়েছে, থামানো যায়নি আর কেউ থামেনি। এই মূহুর্তে চিন্তার বিষয় হলো, যেহেতু ভারতীয় সিরিয়ালে তাদের নিজস্ব সংস্কৃতি প্রতিফলন ঘটায় তাই সদ্য পাশ হওয়া সমকামী ভাবটাও আগামী ২-৪ বছরের মধ্যে সিরিয়ালে প্রবেশ করবে। আমি নিশ্চিত, করবেই৷ আর সেটি দেখে আমাদের মা বোনরা তা শিখবে না বা কৌতুহল হবে না, এই নিশ্চয়তা কেউ দিতে পারবেনা। আর এরমধ্যে ২-১ টা বিচ্ছিন্ন ঘটনা শুনলেও অবাক হবো না, "অমুক জেলায় গ্রামবাসীর হাতে আপত্তিকর অবস্থায় দুইজন নারী আটক!" কি লজ্জা পাবো শুনে সেদিন ভাবা যায়! হয়ত আগামী ২ প্রজন্ম পরে সমকামী ব্যাপারটাও তাদের কাছে সহজ এবং স্বাভাবিক হয়ে আসবে। আপনার নাতী নাতনী কিংবা মেয়ে... হতেও তো পারে তাইনা? পুরুষদের ক্ষেত্রে অবশ্য এরকম হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। তবে এখন পর্যন্ত পুরুষ সমকামীর চেয়ে মহিলা সমকামী শতকরা হারে অনেক গুণ বেশী।
.
যত যাই বলেন, পাশের বাড়ি বিরিয়ানী রান্না করলে সেই ঘ্রাণ আপনার ঘরে আসবে না, তাই কি হয় নাকি?
আমার ফেসবুক প্রোফাইলে প্রথম প্রকাশ ১০ই সেপ্টেম্বর ২০১৮,রাত ১০ঃ৪৭ (Click This Link)
©somewhere in net ltd.