নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একা থাকতে পছন্দ করি, খুব বেশি মানুষের সাথে আমার উঠাবসা নেই। আমি আমার মত

মাকমাদুল হক অপু

একা থাকতে পছন্দ করি, খুব বেশি মানুষের সাথে আমার উঠাবসা নেই। আমি আমার মত।

মাকমাদুল হক অপু › বিস্তারিত পোস্টঃ

না কাঁদলে মা ও দুধ দেয় না

২৫ শে জুন, ২০১৬ দুপুর ১:৩৮

বাংলায় এইটা প্রবাদ আছে,,'না কাঁদলে মা ও দুধ দেয় না'...
আমি এই প্রবাদের কোনো সার্থকতা আজ অবধি পাই নি...
আমি যত মা দেখেছি তারা না কাঁদলেও সন্তানকে খাওয়ানোর জন্য ব্যাকুল হয়ে পড়েন...
যদি সকালে ঘুম থেকে উঠে মাকে বলা হয় নাস্তা খাবো না...তাহলে কি হইছে,,কেন খাবা না এরকম হাজারো প্রশ্নে জর্জরিত করে ফেলে...যাকে ভালবাসার অত্যাচার বলে...
এই অত্যাচারের আর্তনাদ এত বেশি যে ভালবাসার মানুষটি কি চাইছে তা কেউ শুনতেই পারে না...
যেহেতু খাবো না বলা হয়েছে সেহেতু খাবো না বলার কোনো কারন আছে...হয় খেতে ইচ্ছা করছে না নয়ত পরে খাবো...কিন্তু মা এত ভালবাসে যে ইচ্ছা অনিচ্ছা বোঝার বুঝ ভ্যানিশ হয়ে গেছে...
ভালবাসার মানুষ হিসাবে এখানে বাবা,ভাই,বোন যে কেউ কল্পনা করা যেতে পারে...
মনে প্রশ্ন জাগতে পারে,,যে আমার ইচ্ছাকে উড়তে দেয় না সে আমাকে কেমন ভালবাসে!!!???!!!
এখন ফিরে যাই প্রবাদে...না কাঁদলে মা দুধ দেয় এবং সেই পরিমান টা ঠিকঠিক না বুঝেই দেয়...ফলে যা হয় বাচ্চার বমি...সবকিছু উগরে দেওয়া...
সব চাওয়া ইনিয়ে বিনিয়ে বলবো এটা ভেবে অনেকে তা পূরণ করতেই ভুলে যায়...আবার আমার জন্য কি ভাল সেইটা নিজে ভেবে নিয়ে ইচ্ছাগুলো মেরে ফেলতে ভুল করে না...
তোমরা একবার চোখ খোলো...
একবার কান পাতো...
তারপর যা করবে তা সহজ,,সুন্দর,,আনন্দের হবে...

মাকমাদুল হক অপু

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.