নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবতা

আমি মানুষ, এটাই আমার পরিচয়।

নীপা জামান চৌধুরী

আমি মানুষ ,এটাই আমার পরিচয় ।

নীপা জামান চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

অনুজ , তোমাদের বলি...

১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪৫

বাঙ্গালী এতই দুর্ভাগা যে শেখ মুজিব এর পর আর কোন নেতা ভাগ্যে জুটেনি ... Leadership যে মুখের কথা নয় তা বিগত ৩৭ বছরে প্রমাণ হয়ে গিয়েছে ... নেতৃত্ব যে চাইলেই যে কেউ দিতে পারে না তার মুহুর্মুহু প্রমাণ আমাদের চোখের সামনে বিদ্যমান ... যোগ্য নেতৃত্ব সবাই খুঁজছি কিন্তু মিলছে না কোনভাবেই ...



৫ ফেব্রুয়ারি বিকালে যখন শাহবাগে গিয়ে দেখলাম ৫০/৬০ জন গোল হয়ে মানব বন্ধন করছে এবং আরো ৫০/৬০ জন মশাল মিছিল এর জন্য প্রস্তুত হচ্ছে তখন আমার মনের সাথে সাথে চোখ ও চক চক করছিলো, সন্ধ্যা থেকে দলে দলে সংগ্রামী জনতা জমায়েত হতে শুরু করলো , সে কি জোয়ার!!! --- সাথে সাথে খোলা চোখে স্বপ্ন দেখে ফেললাম , এবার আমরা নতুন নেতৃত্ব পাবো ঐ তরুণ প্রজন্ম থেকে ...



আন্দোলন নিয়ে দুঃখের কথা যা আছে তা পরে একসময় বলবো ... আগে স্বপ্নের কথা বলে নেই ... আন্দোলনে আমরা সবাই সবার নেতা ... সম্মিলিত আন্দোলন যে জাতীয় প্রশ্নে ... ৯০ এর পর কেউ আন্দোলনের এমন জোয়ার আর দেখেছে বলে মনে পরে না ...



বিগত চার বছরে কম অতীষ্ট হয়নি মানুষ দুর্নীতি , অরাজকতা , খুন, গুম , ধর্ষণ , মৌলিক অধিকার এর প্রশ্নে ... কিন্তু ওসবের কোন ঘটনা কি প্রজন্ম চত্বর এর জন্ম দিতে পেরেছিলো ??? কোনদিন পারেনি ... কোন মানবতাবোধ আমাদের কে ঐভাবে টেনে হেঁচড়ে গণজাগরণ পর্যন্ত নিতে পারেনি ... কিন্তু তারপর প্রজন্ম চত্বর এর উন্মেষ ঘটেছে...



প্রজন্ম চত্বরের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলনের দাবীতে ... সেখানে কোন ব্যাক্তি বা কোন দল মূখ্য নয় ... কারো চেহারা কিংবা কারো ক্ষমতা কিংবা কারো নেতৃত্ব দেখে ঐখানে কেউ আসেনি --- শাহবাগ, প্রজন্ম চত্বরে পরিণত হয়েছে , গণজাগরণ কে ধারণ করেছে শুধুমাত্র মুক্তিযুদ্ধের চেতনার উপর ভর করে ...



গণজাগরণ এবং প্রজন্ম চত্বর এর জন্ম ইস্যু বেইজড, আমাদের আন্দোলন কোন নেতৃত্ব বেইজড আন্দোলন না ... আমাদের আন্দোলন ইস্যু বেইজড আন্দোলন - মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন তরুণ প্রাণে ... মনের রুদ্ধ দুয়ার ভেঙ্গে প্রাণের স্ফুরণ ঘটেছে, চেতনার স্ফুরণ ঘটেছে ... যুদ্ধাপরাধীদের সরবচ্চ বিচার ফাঁসির দাবীতে এবং স্বাধীনতার বিপক্ষের অপশক্তি কে বিলুপ্ত করার সোচ্চার দাবীতে আমরা শাহবাগ কে গণ জোয়ারে ভাসিয়ে প্রজন্ম চত্বরে রুপান্তরিত করেছি ...



আমরা মুখপাত্র পেয়েছি কিন্তু নেতা পাইনি ... আমরা সবাই সবার নেতা ... যোগ্য নেতৃত্ব যেদিন বেরিয়ে আসবে সেদিন আমাদের স্বপ্ন পূরণ হবে ... আমাদের আন্দোলন যেদিন সত্যিকার অর্থে পূর্ণাঙ্গভাবে সফল হবে সেদিন আমাদের স্বপ্ন পূরণ হবে ... তারপর শুরু হবে আমাদের স্বপ্নের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ ...



প্রজন্ম থেকেই নেতৃত্ব বেরিয়ে আসবে --- শুধু দরকার পরিচর্যা ... শেখ মুজিব কে আমরা ফিরে পাবো না কখনো ই কিন্তু উনার অনুসারী কাওকে নিশ্চয় পাবো যে বাংলাদেশিদের সাথে রাজনীতি নয় বরং মানবনীতির চর্চা করবে...



শুধু সময় এর ব্যাপার ... ৩৭ বছরের অভাব মিটাতে অন্তত কিছু সময় তো আমাদের ধৈর্য ধরতে হবে... আমরা হারতে শিখিনি ... আমরা হেরে যাবো না ... আমরা শহীদের রক্ত , আমরা মুক্তিযোদ্ধার রক্ত - আমাদের হেরে যাওয়ার কোন পথ ই নাই ... জয়ের পথ ই আমাদের পথ...



নতুন করে যুদ্ধ শুরু আমাদের ৪২ বছরের পুরনো হিসাব চুকানোর এবং গোটা জাতি কে নতুন এক মুক্তির ভোর দেখানোর ... দেশ টা নতুন করেই গড়তে হবে ... বছরের পর বছর যে ধুলা আর আবর্জনার প্রলেপ পড়েছে জাতির বিবেকে তার সংস্কার করে তাকে সঠিক পথে পরিচালিত করার যে স্বপ্ন তা এক তরুণ নেতৃত্ব ই দিতে পারে ...



অনুজ , তোমাদের বলি - সম্মিলিত শক্তির কোন বিকল্প নাই ... মানুষ শরীরে কিংবা অস্ত্রে কিংবা ক্ষমতায় শক্তশালী হয় না ... মানুষ শক্তিশালী তার মন , মনন এবং মানবতাবোধে ... ব্যাক্তি স্বার্থে কোন প্রত্যাশা নাই কিন্তু জাতীয় স্বার্থে , দেশের স্বার্থে , জনতার স্বার্থে তোমাদের থেকে প্রত্যাশা করি আমরা , আমাদের দাবী রইলো তোমাদের চেতনা ও প্রাণের স্ফুরণ এর প্রতি ... তোমরা মানুষ হবে , তোমরা মানবনীতির চর্চা করবে , তোমরা দেশ কে বাঁচিয়ে রাখবে তোমাদের কর্মে আর মানবতাবোধে ... তোমাদের চেতণার জোয়ারে সব অন্যায় - অত্যাচার - ব্যাভিচার - দুর্নীতি বাংলার মাটি থেকে বিলীন ও বিলুপ্ত হবে ... আমাদের সংগ্রাম ততদিন পর্যন্ত চলবে যতদিন না সমগ্র বাংলাদেশ মানবতার গান গাইবে , যতদিন না বাংলাদেশের আপামর জনতা তথা সমগ্র জাতি উন্নয়ন ও সভ্যতার জোয়ারে ভাসবে ...



জয় বাংলা ... মানবতার জয় হোক ...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.