![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেদিন আন্দোলন শুরু হলো জাতীয় প্রশ্নে সেদিন বি এন পি কোথায় ছিলো ???
From the very beginning, at the very first moment ঐখানে সরকার বা কেউ তো এসে কুণ্ডলী পাকিয়ে বসে ছিলো না ...
আমরা সরকারের রায়ের বিপক্ষে সেদিন রাস্তায় গিয়ে দাড়িয়েছিলাম - এক অর্থে সরকারের বিপক্ষেই দাঁড়িয়েছিলাম আর বলেছিলাম প্রহসনের ঐ রায় মানি না ...
ঠিক ঐ সময় টা বি এন পি কোথায় ছিলো ???
কেউ কি ৫ ফেব্রুয়ারি বি এন পি কে আসতে মানা করেছিলো???
কেউ কি বলেছিলো যে , তোরা আসলে তোদের কে জুতা পিটা কিংবা বোতল পিটা করবো ???
দেশ কি বি এন পি'র ও না ???
দেশের ক্ষমতা হাতানোর লোভ যদি এত তাদের তাহলে দেশের জাতীয় সমস্যা সমাধানের , জাতীয় অপরাধের বিচার এর দায় ভার কি তাদের কোন কালে ছিলো না??? এখনো কি তাদের কোন দায়ভার নাই???
যদি তারা যুদ্ধাপরাধীদের বিচার ই চাবে , দেশের জন্য ন্যায় চাবে তাহলে কেন সেদিন তারা ও আমাদের মত আমজনতা হয়ে দৌড়ে আসেনি হাজার হাজার মানুষ এর সাথে সহমত প্রকাশে???
উনারা আজ আন্দোলন কে আওয়ামী আন্দোলন আর নির্বাচন জেতার হাতিয়ার হিসেবে আখ্যা দেয় কোন স্বার্থে???
সমস্ত যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে এবং ধর্ম ব্যাবসায়ীদের বিতাড়িত করার প্রশ্নে কেন তারা আমজনতার সাথে সহমত প্রকাশ করলো না ??? কোন স্বার্থে ??? কোন মানসিকতায় ???
সেদিন কি তারা এজন্য ই আসে নাই যে আমজনতার আন্দোলন কে দলীয় আন্দোলনের রুপ দিয়ে তারা সরকার পতনের দাবী নিয়ে মাঠে নামবে ??? তারা খেলা টা কে জমতে দিয়েছে যেন ফাকা মাঠে গোল দিতে পারে???
আন্দোলন আওয়ামী ঘরানায় চলে যাচ্ছে বা গেছে বলে তারা যে অপপ্রচার চালালো তারা ই কি দায়ি নয় এই সংগ্রাম কে আওয়ামী ঘরানায় ঠেলে পাঠানোর পেছনে ...??? সাধারণ মানুষ এর সাথে যোগ দিয়ে আন্দোলন কে বেগবান করে সরকার কে চাপ দিতে পারতো তারা জাতীয় সমস্যা এবং অপরাধ বিচার ও সমাধানে কিন্তু তারা মাঠে নামে নাই ... জামাতের থেকে টাকা খাইছে আর এদিকে জামাতের শক্তিতে বলীয়ান হয়ে নির্বাচন জেতার স্বপ্ন দেখতেছে ... এই জামাত ই বি এন পি কে এক লাত্থিতে দূর করবে আসন পাওয়া মাত্র ...
জামায়াত এর সাথে মিলে মিশে হরতাল , মারামারি , তান্ডব - এসব করে তারা নিজেদের অবস্থান কে পোক্ত করে দিয়েছে ... যারা বাংলাদেশ কে চায়নি তাদের সাথে দল বেধে প্রমাণ করে দিয়েছে যে বি এন পি দেশের সাথে বেঈমানি করার জন্য ই জন্ম নিয়েছিলো ... দেশের অপশক্তি কে প্রশ্রয় এবং আশ্রয় দেয়ার জন্য ই বাংলাদেশে বি এন পির জন্ম ...
সরকার আন্দোলন কে গিলে ফেলছে আর বি এন পি আন্দোলন কে সরকার পতন আন্দোলনের সুত্রপাত এর হাতিয়ার হিসেবে ব্যাবহার করছে ...!!!
জাতীয় প্রশ্নে এক হতে পারেনি কেন প্রধান বিরোধী দল??? প্রথম যে প্রশ্ন আসে তার উত্তর ও প্রথমে দিতে হবে তারপর বাদবাকী প্রশ্ন ও তার উত্তর ... বি এন পি আওয়ামীলীগ কে গুল্লি মাইরা আসতে পারতো না জাতীয় অপরাধ বিচার কাজ কে তরান্বিত করতে ... প্রজন্মের আন্দোলন কে প্রশ্নবিদ্ধ না করে , অপবাদ - অপমান না দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমজনতার সাথে বাংলাদেশের স্বার্থে , আন্দোলনের নিরপেক্ষতা , গতিময়তা ও সফলতার স্বার্থে কি তারা পারতো না কণ্ঠ মিলাতে??? যদি আন্দোলনে এসে কোণঠাসা হয়ে ওদের ফিরে যেতে হতো তাহলে কি আমরা ওদের অস্তিত্বের জন্য লড়তাম না??? ওরা আমরা বলে তখন আর কথা থাকতো না তখন আমরা হতাম আমরা ... দেশের প্রশ্নে আমরা হতাম শুধু বাংলাদেশি ...
বি এন পি দায়ী আজকের মানুষ এর হত্যার পেছনে , সাম্প্রদায়িক নিষ্পেষণের পেছনে ... অপশক্তি কে আতাত এবং আশ্রয়- প্রশ্রয় দিয়ে খুন করিয়েছে সাধারণ মানুষ কে ... মুক্তিযুদ্ধের পরবর্তী সমেওয়ে জামায়াত- শিবির কে শক্তিশালী করেছিলো মেজর জিয়া আর আজ জামাত শিবির কে মহীসুরে পরিণত করছে বি এন পি , আওয়ামিলীগ - দুই দল মিলে ...
আমরা ছাগলের তিন নাম্বার বাচ্চারা শুধু লাফাচ্ছি আর আওয়ামীলীগ - বি এন পি'র হাতের পুতুল হয়ে নেচে যাচ্ছি ... আমরা দেশের ভাল কিংবা সমাজের ভাল কিংবা আমাদের ভাল ভাবার ক্ষমতা হারিয়ে ফেলেছি রাজনৈতিক দল গুলোর প্ররোচনা - প্রলোভনে !!!
আজ ৩৬ তম দিন - আমাদের অর্জন , আমাদের সফলতা , আমাদের ব্যার্থতা -- আসুন হিসাব করি ... নিজের কাছেই নিজে জবাবদিহি করি ... কি করতে পারতাম এবং কি করেছি এবং কি করবো তার হিসাব টা মিলিয়ে নেই আসুন ... এখন আমাদের নামতা শেখার ক্লাস আর সামনে আমাদের নামতার পরীক্ষা ...
জয় বাংলা ... মানবতার জয় হোক ...
২| ১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৪৩
ভুল উচ্ছাস বলেছেন: আপনি বলতে চাচ্ছেন যেহেতু বি এন পি পাচ তারিখে আসে নাই তাই পরে আর তাদের আশার কোন সুযোগ ছিলো না। তাই তো?
৩| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৭:০৭
কলাবাগান১ বলেছেন: জামায়াত এর সাথে মিলে মিশে হরতাল , মারামারি , তান্ডব - এসব করে তারা নিজেদের অবস্থান কে পোক্ত করে দিয়েছে ... যারা বাংলাদেশ কে চায়নি তাদের সাথে দল বেধে প্রমাণ করে দিয়েছে যে বি এন পি দেশের সাথে বেঈমানি করার জন্য ই জন্ম নিয়েছিলো ... দেশের অপশক্তি কে প্রশ্রয় এবং আশ্রয় দেয়ার জন্য ই বাংলাদেশে বি এন পির জন্ম ...
৪| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০২
সানড্যান্স বলেছেন: বি এন পি তখন কিন্তু, তবে এইসব শব্দের ব্যবহার শিখছিলো
৫| ২৩ শে মার্চ, ২০১৩ ভোর ৬:১০
নীপা জামান চৌধুরী বলেছেন: বি এন পি ৫ তারিখে আসে নাই বলেই যে তারা আর আসতে পারবে না - এই কথা কেউ বলে নাই .। আজ তারা যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকেও যদি ফিরে আসতে চান নিজেদের অখাদ্য ভাষা গুলোকে পরিত্যাগ করে তাহলেও তারা আসতে পারেন - কেউ বাধা দিবে না .।
৬| ২৩ শে মার্চ, ২০১৩ ভোর ৬:১১
নীপা জামান চৌধুরী বলেছেন: জাতীয় প্রশ্নে যে জাতি এক এবং অভিন্ন না হতে পারে তাদের নিয়ে অবশ্যই চিন্তিত এবং দুঃখিত আমি .। তাই তাদের নিয়ে কথা না বলে থাকতে পারি না .।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১৮
কাজী মামুনহোসেন বলেছেন: ভাই এসব ছাগলদের নিয়ে লিখে কি করবেন বলেন ?
ওদের চামড়া গন্ডারের চাইতেও শক্ত...