নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষআজিজ

মানুষআজিজ › বিস্তারিত পোস্টঃ

ড়খদইণ

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৭

গরম রক্তের ভেতর জমতে থাকা তিক্ততার নীল ধুমচে পেটানো তিতকুটের রং , হাওয়াদের নিরিবিলিতে রাঙা খেকশিয়াল যেন বলেছিল বাশঁঝাড়ের পাতার শর শর শব্দে ঘুম ভেঙ্গে দিব । তাই ঘুমিয়ে পড়লুম অবেলায় , শিলাদের পুকুর পাড়ে আজও শকুনদের মিছিল হয় তবুও ঘুমিয়ে যাই । রঙের ফানুসঁরা আকশে নেই বলে-শিলা দৌড়ে এসে ঘুম ভাঙ্গালো , এই দেখ না মানুষ ! আমার আচঁল বেধেঁ একরাশ সবুজ নিয়ে এসেছি । শিলা সবুজ ঢেলে দিল মাথায় ! খেকশিয়াল যে বলেছিল বাশঁঝাড়ের শব্দ শুনাবে ? যেতে চেয়েছিলাম রুপকথার মাঠে, শিলাই বার বার বারণ করে বললো-সবুজ প্রান্তরে আর বন নেই, নিঃশেষ নীলিমা তো নেই, বৃন্দাবনে রাধিকার পদচারণও মুছে যাচ্ছে ! তাহলে সমস্ত সম্ভাবনা শেষ ! শিলার বিষাদের কথাগুলো সইতে না পেড়ে এসে ঘরে খিল দিলুম , অন্ধকার করে ঝলমল খুজিঁছি । শিলা তারপরও বার বার ডাকলো -আমি আর সারা দিলুম না ।
শিলা বলেছিল মণীশ হতে, আমি মণীশ হইনি ,
শিলা বলেছিল বৃষ্টির পর ঠান্ডা বাতাশঁ হতে, আমি ভুলে গেছি ।
আমি শুধু শীত শেষে বসন্তের শুকনো পাতাঁ হয়েছি - হারিয়ে যেতে যেতে সব হারাচ্ছি । শিলাদের সোনালী মেঘের আকাশঁ আর আমার আকাশে অনেক বৈরী ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩১

রাজীব নুর বলেছেন: শীলাদের ঝাড়ু মেরে বিদায় করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.