নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেখ মারুফ

অতি সাধারন ছেলে । পড়াশোনা করছি চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে । জাকজমক , ফর্মালিটিস , ভাব এসব আমার সহ্য হয় না । ভালোবাসি আড্ডা দিতে , গান গাইতে , ঘোরাঘুরি করতে । লেখালেখি করি মনের আনন্দে । লেখা কেমন হইলো সেইটা নিয়ে কখনো মাথা ঘামাই না , খালি জানি যেটা মাথায় ঘুরতেছে সেইটা না লেখা পর্যন্ত আমার ঘুম হবে না । জীবন নিয়ে কোন উচ্চাশা নেই । যেভাবে চলছে চলুক ।

শেখ মারুফ › বিস্তারিত পোস্টঃ

একটি কথোপকথন ।

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৭

--কি হলো কথা বলছো না যে ???



--কোন কথা মাথায় আসতেছে না ।



--আগের মতই আছো তাহলে ।



--হুম ।



--ঐ ঝুপড়িতে বসে কি করতেছিলা???



--সিগারেট খাচ্ছিলাম ।



--খুব তো বলতা ছেড়ে দিবা ???



--কমিয়ে দিছিলাম,এখন বেড়ে গেছে।



--চোখের নীচে কালি ক্যানো??



--ঘুম হয় নাই ঠিক মত।



--ঐ কবিতা গুলো এখন আর লেখো না???



--না ।



--ক্যানো দেয়ার মানুষ আর পাওনি বলে???



--হুম ।



--আগের মত তো আর ফোন দাও না ।



--ফোনে ব্যালেন্স থাকে না ।



--তখন বুঝি অনেক ব্যালেন্স থাকতো ??



--হুম ।



--রংচটা চশমাটা এখনো পর ক্যানো???



--এমনিই।



--আমার ছোয়া লেগে আছে বলে???



-- ...........................



--হাতের একগাদা ব্যান্ডগুলো পর না ???



--না



--আমি নিষেধ করেছিলাম বলে???



-- .............................





--এখনো ভালোবাসো আমায়???



-- .............................



--তুমি কি কখনো বুঝবে না ব্যাপারগুলো???



--বুঝবো ।



--কবে ???



--যেদিন আমার ভালোবাসার মৃত্যু হবে ।



--সেটা কবে ???



--যেদিন আমার মৃত্যু হবে।



--তুমি পাগল ই রয়ে গেলে।



--আমি বরং যাই,ভালো থেকো ।



সুমনা চলে যায় । আবীর নিষ্পলক তাকিয়ে ওর চলে যাওয়া দেখে।কত সহজেই সাত বছরের সম্পর্ক কে বন্ধুত্ব বা আবেগ বলে মানুষ ভুলে যায় । আবীরের চোখ ঝাপসা হয়ে আসে । মুহূর্তে সে নিজেকে সামলে নেয় । দোষটা তো তারই । সে তো কখনো বলে নি ভালোবাসার কথা । কিন্তু সব কথা কি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে , কিছুটা তো বুঝে নেওয়ার ও ব্যাপার থাকে । নাকি ও বুঝেও না বোঝার ভান করল । সন্ধ্যার এক পশলা হিমেল হাওয়া আবীরের কানে কানে বলে যায় , ভালোবাসার মানুষটিকে দোষ দিতে নেই । সে একান্তই ভালোবাসার ।



আবীর সংবিৎ ফিরে পায় । সাতপাচ ভাবতে ভাবতে সে কফিশপ থেকে বেরিয়ে আসে । একটা সিগারেট ধরিয়ে দিকভ্রান্তের মত হাটা শুরু করে । সে হেটে যায় শহরের শেষ ষ্টেশন টি ধরে , রেলের চাকায় পিষ্ট করার ব্যর্থ চেষ্টা চালায় তার সব কাল্পনিক স্বপ্ন গুলোকে ।



মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৬

বেলা শেষে বলেছেন: good

২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:২৪

শেখ মারুফ বলেছেন: ধন্যবাদ । :)

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৪৪

কন্সট্যান্ট শেখ বলেছেন: Amar jiboner sumonao eivabe chole gese abeg er dohai diye.....
Post ta porei past e fire gesilam..

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৪

শেখ মারুফ বলেছেন: প্রত্যেকের জীবনেই এমন কিছু অতীত থাকে । যা বার বার তাকে ফিরিয়ে নিয়ে যায় ঐ সোনালী সময়ে । যদিও সোনালী রং টা একধরনের আলেয়া হয়েই থাকে ।

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৬

ওবায়দুর সজল বলেছেন: ভাল লাগল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.