![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে ভাবতে সময় দাও, আমি তোমাকে গল্প দেবো।
রোদ্দুর,
তোমাকে লিখব ভেবেও লেখা হচ্ছিল না।কেমন আছ? তা আজ আর জানতে চাইছি না,আজ না হয় আমার কথাই লিখি। একঘেয়েমী কষ্টের কথা শুনতে তোমার যেমন অসহ্য লাগে আমারো তেমনি এসব লেখার অভ্যাস হয়ে গেছে।
কষ্টরা খোলা জানালা দিয়ে দল বেঁধে এসে,সব দরজা জানালা বন্ধ করে দেয়,আমার হাহাকারের বুক ভাঙ্গা আর্তনাদ প্রতিধ্বনিত হয় কংক্রিটের দেয়াল জুড়ে।
মনে আছে রোদ্দুর? তুমি আমাকে একটা প্রজাপতি দিন দিতে চেয়েছিলে,আর আমাকে অপলক দেখবে বলে হতে চেয়েছিলে প্রকৃতি। শীতের সকালে সবুজ ঘাসের বুকে জড়িয়ে থাকা এক ফোঁটা শিশির বিন্দু হবার সাধ আমার,এ কথা জানার পরে অজস্র বছরের শীতের সকালের সবুজ ঘাস হবার সে বাসনা ভুলে গেলে? ভোর হবার আগের মূহুর্তে তুমি ঘুমাতে,ভোরের স্বপ্নে আমাকে দেখবে বলে,স্বপ্ন বিলাসে ডুবে থাকা সেই তোমাকে কোথায় নির্বাসন দিলে? কি ভুলে?
তুমি জানতে না প্রেমিকার এলোকেশি হাত খোঁপায় বেলি ফুলের মালা জড়াতে।জানতে না ব্যাস্ত নগরীর বাস,গাড়ি, ভীড় ঠেলে রাস্তা পেরোতে,অথবা হাত ধোরে পাশাপাশি হাঁটার সুখ জাগানিয়া অনুভূতি।হঠাৎ স্পর্শে বাম অলিন্দে যে ঝড়ো হাওয়া বয়, কোটি বছ ভূমিকম্পের চেয়ে বহু গুন বেশি হৃদ কম্পন হতে পারে মূহুর্তেই তাও তোমার বেমালুম ছিল। জানতে না দামি উপহার না,বরং প্রেমিকার ব্যাগে ফুটপাত থেকে জীবন,রবি, রুদ্র,সুনীল পুরে দিলে তার মুখে উজ্জ্বল ভালবাসার দূয়্তি ছড়ানো হাসি মুখে চেয়ে কোট বাঁচার ইচ্ছা জাগতে পারে।
এখন তুমি চোখে চেয়ে স্বপ্ন দেখ অহর্নিশ। গোলাপ বেলি খোঁপায় জড়াও যত্নে। এই ভেবে সুখ খুঁজি কালো রাত গুলো ভালোবেসে থেকে গেলো, কাপুরুষ প্রেমিকের মত বিশ্বাস ঘাতক না ওরা। ভাবতে ভাল লাগে,তুমি আজ শুদ্ধ প্রেমিক আমার ভালবাসার সিলেবাস মুখস্থ করে।
হৃদয়ে প্রেমের দিন ফিরে এলে আমায় একটা প্রজাপতি দিন দিও,আর মনে রেখ সবুজ ঘাসের বুকে এক বিন্দু শিশির হবার ইচ্ছা আমার অনেক দিনের।
ইতি তোমার এক সময়্কার
"মেঘলা মেয়ে"।
©somewhere in net ltd.