নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি আমি এবং কিছু গল্প-কবিতা।

ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙ্গে।

মশিউর রহমান"

আমাকে ভাবতে সময় দাও, আমি তোমাকে গল্প দেবো।

মশিউর রহমান" › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসি অসম্ভব

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৪

তুমি জড়িয়ে গেছ এ হৃদয়ে,

অচেনা পথে চুপিসারে।

তুমি বেধেছ আমায় বিনি সুতায়,

তুমি হীন তাই সব বৃথা।



তুমি কাছে এসে দাও পূর্ণতা,

দূরে ঠেলে সব শূন্যতা।

তুমি ছাড়া অর্থহীন সব,

তোমাকে তাই ভালোবাসি অসম্ভব। ।



বন্ধ চোখেও তুমি পাশে,

এ হৃদয়ে আছো মিশে।

মনের জানালা সব খুলে,

কাছে এসে নাও জড়িয়ে।



তুমি কাছে এসে দাও পূর্ণতা,

দূরে ঠেলে সব শূন্যতা।

তুমি ছাড়া অর্থহীন সব,

তোমাকে তাই ভালোবাসি অসম্ভব। ।



ভালোবাসি কথাটি হয়নি বলা,

তবুও হয়েছে পাশে চলা।

আজ চিৎকার করে বলি ভালোবাসে মন,

এসে দেখ তোমায় কত প্রয়োজন।



তুমি কাছে এসে দাও পূর্ণতা,

দূরে ঠেলে সব শূন্যতা।

তুমি ছাড়া অর্থহীন সব,

তোমাকে তাই ভালোবাসি অসম্ভব। ।







মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩০

বেলা শেষে বলেছেন: I had studied all of your writing. I like them , i enjoy them.
....happy bloging , good luck.


For you:

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪০

মশিউর রহমান" বলেছেন: ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.