নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি আমি এবং কিছু গল্প-কবিতা।

ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙ্গে।

মশিউর রহমান"

আমাকে ভাবতে সময় দাও, আমি তোমাকে গল্প দেবো।

মশিউর রহমান" › বিস্তারিত পোস্টঃ

ক্রিকেট

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৩

স্বীকার করছি, আমি ক্রিকেটের প্রেমে পরেছি ভারত পাকিস্তানের খেলা দেখে। ফুটবলের আর্জেন্টিনা ব্রাজিলের মতো তখন এদেশে ক্রিকেট ভক্তরা ভারত পাকিস্তান নিয়ে মাতামাতি করতো।



ক্রিকেট বিশ্বে এলো বাংলাদেশ। আস্তে আস্তে বদলে যেতে লাগলো সাপোর্ট টিম। যারা এক সময় ভারত, পাকিস্তান করে গলা ফাটিয়েছে তারাই গলা ফাটাতে শুরু করলো বাংলাদেশ বাংলাদেশ বলে। বাংলাদেশ ক্রিকেট টিমও প্রতিদান দিতে ভুল করেনি, তারা ক্রিকেট প্রেমীদের হাসিয়েছে, আনন্দে ভাসিয়েছে এমনকি কাঁদিয়েছেও। এখন গলা ফাটিয়ে নির্দিধায় বলতে পারি 'আমি বাংলাদেশের সাপোর্টার'।



'আমি বাংলাদেশের সাপোর্টার' এ ব্যাপারটা এখনো এদেশের অনেকেই ধারন করতে পারেনি। এখনো অনেকেই আছে যারা গ্যালারিতে বসে ভারত, পাকিস্তান বলে গলা ফাটায়। ভারতের সাপোর্টারস বলে পাকিস্তান রাজাকার, আর পাকিস্তানের সাপোর্টারস বলে ভারত হিন্দু এবং দালাল।



এবার আমার কথায় আসি, ভারতের হিন্দু কিংবা পাকিস্তানের মুসলিম ইস্যু বাদ দিন। এখন সময় এসেছে নিজেদের ক্রিকেট প্রেম দেখানোর। সময় এসেছে গ্যালারী কিংবা ড্রইং রুমে গলা ছেড়ে চিৎকার করে বলার 'আমি বাংলাদেশের সাপোর্টার'।



সাবধান করে বলছি, আজ যেন গ্যালারীতে ভারত ভারত ধবনী না ওঠে। সারা দেশে আজ রব উঠবে 'বাংলাদেশ, বাংলাদেশ'





শুভ কামনা রইল 'বাংলার টাইগার্স'।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: সারা দেশে আজ রব উঠবে 'বাংলাদেশ, বাংলাদেশ'

২| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ২:১৮

হাতীর ডিম বলেছেন: আমি বাংলাদেশের সাপোর্টার

হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.