নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি আমি এবং কিছু গল্প-কবিতা।

ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙ্গে।

মশিউর রহমান"

আমাকে ভাবতে সময় দাও, আমি তোমাকে গল্প দেবো।

মশিউর রহমান" › বিস্তারিত পোস্টঃ

অভিমানিনী

১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২১

“তুমি আমার কাছে ভিরবে না, সরে বসো”। রিকসাতে উঠে নিজেকে কয়েক ইঞ্চি দূরত্বে রেখে কথাটি অভিমানের সুরেই বলল মৃত্তিকা।



এক ঘন্টা পনের মিনিট!! অভিমান করার মতোই দেরিটা। মৃত্তিকার সাথে মান-অভিমানের সম্পর্ক আজ এক বছর হলো। বড্ড অভিমানিনী। অভিমান করে ভালোবাসাটা আদায় করে নিতে জানে। এটা একটা মেয়ের বড় গুণ বলবো। ক’জন পারে ভালোবাসা আদায় করে নিতে!



মৃত্তিকার আজ জন্মদিন। কথা ছিল আমার আজকের সারাটা দিন শুধু ওর জন্য। তবে বাধ সাধলো অফিসের বস! ইচ্ছে করছিল বসকে খুন করি! অফিস থেকে বের হয়ে সরাসরি শাহবাগ। সাত সাতটি দোকান ঘুরে লাল টকটকে ২৩ টি লাল গোলাপ নিলাম মাটির জন্মদিনে। আমি ওকে মাটি বলেই ডাকি। মাটি ডাকটায় অদ্ভুত এক মায়া জড়িয়ে আছে। শাহবাগ থেকে ছবির হাঁটের সামনে দিয়ে যেতেই চোখে পরলো চুড়ি আর টিপের দোকানে। কয়েকটি লাল টিপ আর কিছু চুড়ি নিয়ে পাগলীটার সামনে গিয়ে দাড়ালাম। আমাকে আসতে দেখেও না দেখার ভান করে অন্য দিকে তাকিয়ে আছে।



এখনো অভিমান ভাঙ্গেনি। আমি জানি কি করে অভিমান ভাঙ্গাতে হয়। হাতটি হাতের মধ্যে জড়িয়ে সব গুলো গোলাপ ওর সামনে দিলাম। আর হাতের ভেতর গুঁজে দিলাম রঙিন চুড়ি, ঠিক আমাদের স্বপ্নের মতো রঙিন। একটু পরে মুখটি হাত দিয়ে ধরে কপালে লেপটে দিলাম লাল একটি লাল টিপ আর সাথে এঁকে দিলাম ভালোবাসার আলতো চুম্বন। আমার অভিমানিনীর অভিমান গুলো তখন চোখের জল হয়ে গড়িয়ে পরছে আমার বুকে।



রিকসা দুলছে। দুলছে আমাদের স্বপ্ন।





মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৯

হানিফ চৌধুরী বলেছেন: চমৎকার :)

২| ১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

বোধহীন স্বপ্ন বলেছেন: অনেক চমৎকার করে লিখেছেন।

৩| ১০ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৬

মহিদুল বেস্ট বলেছেন: বেশ ভালো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.