![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
নীল চোখের খোঁজে নেমে
ভুল মানুষের রাডারে ধরা পড়েছি
তবু চেয়েছি সম্পর্কের বোঝাপড়াটা ঝুলে না পড়ুক
কেবল সম্পর্ক নয় সংযুক্তিও চেয়েছি
যাকে খুব গুরুত্বপূর্ণ মনে করেছি সেই আমাকে গুরুত্বহীন করে চলে গেছে।
এক আকাশ ছাড়া আর কেউ আমায় বোঝে নি।
জীবনের খন্ডিত ডটগুলো কানেক্ট করে
সবাইকে এক ছাদের নিচে এনেছি
বন্ধুত্বের আদিম ক্ষুধা জাগিয়েছি জনে জনে
আমাকে কারো অপেক্ষার কারন বানাতে চাই নি
আমাকে কারো শেষ গন্তব্য বানাতে চাই নি
তবু সব সময় আমি মানুষের প্রথম নয় তৃতীয় চয়েসে থেকেছি।
এক বোবা সমুদ্র ছাড়া আর কেউ আমায় বোঝে নি।
আমি যদি মরে যাই হয়তো কারো বিশেষ কোন ক্ষতি হবে না
তবে আমার ব্যবহৃত মানিব্যাগ চাবি ঘড়িটা ভীষণ একা হয়ে পড়বে
ওরা আমাকে কখনো ছেড়ে যায় নি।
ঘরের এক চেয়ার-টেবিল ছাড়া আর কেউ আমায় বোঝে নি।
শেষ হয়েছে যেমন ভালো সময়
তেমনি শেষ হবে এই খারাপ সময়
যতদিন বাঁচি গাঢ় নির্জনতা গায়ে মেখে চলতে চাই
পথের পথিক হয়ে পথে নেমে পথ বানিয়েছি
একাকিত্বের সাজে দারুন সেজেছি।
এক একাকিত্ব ছাড়া আর কেউ আমায় বোঝে নি…
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৭
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৭
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৬
আজব লিংকন বলেছেন: অনেক সুন্দর অনুভূতি।
লেখা অনেক সুন্দর হয়েছে
একাকিত্বের সাজে দারুন সেজেছি।
এক একাকিত্ব ছাড়া আর কেউ আমায় বোঝে নি…
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৮
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:০০
মায়াস্পর্শ বলেছেন: সুন্দর লেখা।
আপনার একাকিত্ব কেটে যাক দ্রুত।