![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
অনেক মানুষের ভীড়ে নিজেকে স্টোর রুমের পরিত্যক্ত জুতো মনে হলে
এসো ভীড় হতে আড়াল হই
এসো শব্দহীন এক শেরপা হই।
যে সফলতার ফিনিশিং লাইন নেই
পিঠ চাপরানো সেই বিশ্রী সফলতা থেকে
বের হয়ে
এসো বুক ভরে মহানন্দার বাতাস টানি
এসো নীরবতার একান্ত উপকূলে নির্ধূম বসন্ত আনি।
বেদনার পারদ চাপে শরীর মন ফিকে হয়ে এলে এসো নির্জনতার চিলেকোঠায় গা এলিয়ে আকাশ পড়ি
এসো অরণ্য বিষাদে নিভৃত বুনো স্বপ্ন পুষি।
চাপা আর্তনাদে দম বন্ধ হয়ে এলে
এসো বেসমেন্ট থেকে ছাদে উঠে আসি
এসো পিছুটানের চাকা পিছনে ফেলে চুপি চুপি সামনে এগোই
এসো শব্দহীন এক বেদুইন হই…
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৪
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৩
কথামৃত বলেছেন: নর নারীর রসের কথন
গাইলে কো’বে শরম নাই,
রাত বিরাতে রসের আলাপ
লাজ লুকায়ে কোথায় যাই?
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৪
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৪
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৮
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৪
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩৯
সামরিন হক বলেছেন: সুন্দর কবিতা ।