নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

ঘরে ফেরা

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৭


ভালোবেসে
এক সময়ের কাঁচা বয়স টগবগে আবেগ চকচকে ক্রেডিট কার্ড সব তুলে দিয়েছি
এই দেহের সমস্ত আলো শুষে নিতে দিয়েছি বিনা পাসওয়ার্ডে
সুখ স্বপ্ন সংসার সব তুলে দিয়েছি
আমি দ্বিতীয় কোন বিকল্প রাখি নি।

খোলা মনে
মানবিকতার বীজ বুনে অংকুরোদগমের অপেক্ষা করেছি
অপেক্ষার পথ চেয়ে থাকতে থাকতে উপেক্ষাও সয়েছি
গাল মন্দ খুন্তির খোঁচা সব খেয়েছি
আমি কোন মাফ পাই নি।

বিশ্বাস করে
টাকা কামানোর সিলেবাস মুখস্থ না করে কয়েক ত্রোস্ত প্রেম কাব্য মুখস্ত করেছি
অযুত সাফল্যের এসাইনমেন্ট সাইন না করে পরাণের গহীনে বার বার সাইন ইন করেছি
শেষমেষ কবি হবার সাধটুকুনও বিসর্জন দিয়েছি
আমি কোন মোনাফিকি করিনি।

সত্য বলে
ঘর ছেড়েছি রাষ্ট্র ছেড়েছি
পা চেটে নয় গতর খেটে এ তুফান পাড়ি দিয়েছি
সিভিল পলিটিক্স জলপাই পলিটিক্স করে ক্ষমতাকে সেজদাহ করিনি
বিরুদ্ধতার বিরুদ্ধে লড়ে গেছি আপস করিনি
আমি আর ঘরে ফিরিনি…

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৩২

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.