![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
যে সমাজে সম্পর্কের মুল্য স্বার্থের বাটখারায় মাপা হয়
যে সমাজে পয়সাই সব কিছুর শেষ কথা
সেই সমাজ আমি চিনি না
এ সমাজ আমার না।
যে মধ্যবিত্ত শিড়দাড়া বেঁচে দিয়ে
যে মধ্যবিত্ত আবেগ বেঁচে দিয়ে জাতে উঠে গেছে
সেই মধ্যবিত্ত আমি চিনি না
এই মধ্যবিত্ত আমার না।
যে রাজনীতিতে বিনয়ের জিহ্বা বের করে পা চেটে চেটে সাদা করা হয়
যে রাজনীতিতে ক্ষমতার চর দখল ই মুখ্য
সেই রাজনীতি আমি চিনি না
এই রাজনীতি আমার না।
যে দেশে ক্রমাগত লুণ্ঠনের অশুভ পাঁয়তারা চলে
যে দেশ অরূচিকর নিম্নমানের কাস্টমারে ভরে গেছে
সেই দেশ আমি চিনি না
এই দেশ আমার না…
২| ২৬ শে মার্চ, ২০২৫ বিকাল ৪:৪৩
চেংগিস খান বলেছেন:
আপনার দেশ হচ্ছে জাপান, অথবা গাজা।
৩| ২৭ শে মার্চ, ২০২৫ সকাল ১১:০৬
রাজীব নুর বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০২৫ বিকাল ৪:২১
Sulaiman hossain বলেছেন: আপনার সাথে আমিও একমত