নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো: মাসুম বিল্লাহ রুবেল

বাচার জন্য ইসলাম, মরার জন্য ও ইসলাম

মাসুম রুবেল

অধ্যয়নরত, ইসলামী বিশ্ববিদ্যালয়

মাসুম রুবেল › বিস্তারিত পোস্টঃ

বৱতমান পেক্ষাপট

১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

*****২টা মজার ঘটনা**** ঘটনা এক
→হেলু
ক্যাঠায় বলতাছেন?? →শুভ সকাল
স্যার
আমি সুমন!! গ্রামীনফোন কাস্টমার
কেয়ার অফিস থেকে বলছিলাম!!
→অ....আইচ্চা..তা কি মনে কইরগ্যা।
→স্যার আমরা এই বছর
সারাদেশে সবচেয়ে বেশী রিচার্জকারীদের
মধ্য থেকে ৫ জনকে লটারীর
মাধ্যামে বেছে নিয়েছি..আপনি তাদের
মধ্যে ৪র্থ হয়েছেন তাই
আপনি গ্রমীনফোন কোম্পানির তরফ
থেকে পাচ্ছেন ৩লক্ষ টাকা → কস
কি মমিন ?? থুক্কু....
হাচা কতা কইতাচেন
তো বাই??(মনে মনে কই...আমার
জিপি সিমে ফিফা বিশ্বকাপের
পর
আর
টাকা ভরছি কিনা মনে তো পড়ে না!!
আমি তাইলে ৪র্থ হইলাম
ক্যাম্বালে??)
→জ্বী স্যার... সত্যি..।
তবে টাকা পেতে হলে আমাদের
জন্য
আপনাকে ছোট্ট একটি কাজ
করতে হবে!! -আরে ভাই কি যে কন...
এইডা কুনো ব্যাপার
অইলো..কিতা করতি হবি খালি কন!!
→স্যার ৩লক্ষ
টাকা পেতে হলে আপনাকে যা করতে হবে তা হল...এই
নাম্বারে ২৪ ঘণ্টার
মধ্যে ১০০০হাজার
টাকা ফ্লেক্সিলোড বা বিকাশ
করে পাঠাতে হবে...তাতেই
আপনি পেয়ে যাচ্ছেন তিন লক্ষ
টাকা →(দুঃখে পুরাই এরশাদ
সাইজ্জা কইলাম ) কি কন ভাউ!! দশ
হাজার ট্যাকা আমি কই পামু.. তাও
২৪
ঘুণ্টার মধ্যি। →দুঃখিত স্যার আপনার
জন্য
লটারী করা থেকে টাকাটা আপনাকে পাঠানো পর্যন্ত
আমাদের কোম্পানির যে খরচ
হয়েছে এটা সেই টাকা...তাই
এটা না দিলে আপনি টাকা পাবেন
না। →অ...কি আর কইরত্যাম...তো বাই
ট্যাকা কি দ্যাওনই লাইগবো??
→জ্বী স্যার। আমি সেটাই বলছিলাম
→অ..আইচ্চ্যা ভাউ এক কাম করণ যায়
না →জ্বী স্যার বলুন কী সাহায্য
করতে পারি । →আইচ্ছা ভাউ
আমি তো তিন লাক ট্যাকা পামু
তাইনা →অবশ্যই স্যার!! →তাইলে ওই
তিন লাক
থাইক্ক্যা আন্নে গো কোম্পানির
১০হাজার
রাইখ্যা আম্রে বাকি ২৯০হাজার
পাডায় দ্যান। আর হ আরেকখান
কতা...
আন্নে জদি চান... তাইলে আর ১০
হাজার আন্নের নিজের জইন্য
রাইখেন
আর কি। আন্নে আম্রে এত চুমুৎকার খবর
দিলেন এইড্যা তার
জন্যি আন্নেরে বকশিশ দিলুম আর
কি *****টুট **টুট **টূট** টূট** টূট ***** লাইন
কাইট্টা গেল ---------------
----------------------------------------
_____
__________________________====
===============
====== ঘটনা দুই →হেলু
ক্যাঠা বলতাচেন!!?? →মুহুহুহুহাহাহা
হাহ্
আমি জ্বীনের বাদশা →ক্যাডা??
(ঘুমে আছিলাম ভালামত বুঝলাম না)
→এই বেদ্দব!!জ্বীনের বাদশা!!
→উরিস্সালা!!
কি অইচে হুজুর..আমি তো কুনো অকাম
করি নাই!! খালি কাইল
দুইডা গোল্লিফ
খাইছিলাম তাও আমার
ট্যাকা দিয়া না!! পাশের বাড়ির
মোফিজ কিন্না দিছিল!!
আম্রে ছাইড়া দ্যান →তোর উপর
শনির
নজর লাগছে!! যদি বাঁচতে চাস
তাহলে আজই মসজিদে সারে সাত
(৭.৫০) টাকা দান কর!! আর এই
নাম্বারে ১০০০
টাকা পাঠা →কি কন
হজুর!! অহন উপায়??
→ওহে বৎস...যা বলছি তাই কর!!
নইলে তুই
ধ্বংস হয়ে যাবি →আইচ্চা হুজুর
তা না হয় কইরল্যাম!!
আন্নে তো জ্বীন
লেকিন আন্নে মুবাইল ফুন পাইলেন
কই!!
আর আমার নাম্বার?????????
ঘটনাটা.........
............ ****টূট **টূট** টূট **টূট **টূট** টূট**
টূট**
কতা শেষ না হইতেই ফুন
কাইট্যা গেল

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আরে একদিন গেরামিনের নাম কইয়া পুন দিসিল :P মানে ফুন দিসিল আরকি ;)

এই ষ্টাইরৈ কথা কইতে.. ভাই আমি কাজে ব্যাস্ত পরে ফুন করেন বইরে কাইটে দিলাম!!

তারার চেহারা টা কি হইছিল ভাইবা খুব একচোট হাইসা নিছিলাম!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.