![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্য নিরাপদ ইটারনেট, এই মূল মন্ত্রকে নিয়েই আমার ব্লগিং এবং পথচলা।
মোবাইল এ ব্রডব্যান্ডের দামে ইন্টারনেট চাই এই স্লোগান দিয়ে আমার সাথে সারা দিন সবাই।
সম্প্রতি সরকার মোবাইল ইন্টারনেট এর দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই ইভেন এটা আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ। এবং সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী তার ফেইছবুক পাতায় লিখেছেন যে তারা ইন্টারনেট এর দাম নির্ধারণ করে দিবেন এটা অনেক ভাল সিদ্ধান্ত।
আমরা যারা তরুন মোবাইল এ ইন্টারনেট ব্যাবহার করি তারা তো আমার সাথে সহমত হবেই ইভেন আমি মনে করি সমস্ত মোবাইল ইন্টারনেট ব্যাবহারকারি সবাই আমার সাথে একমত আছেন আশা করি।
এখন আমাদের সবার প্রানের দাবী হচ্ছে ব্রডব্যান্ডের দামে মোবাইল এ ইন্টারনেট চাই তাও আবার ফেয়ার ইউসেজ পলেসি ছাড়া। এবং সর্বক্ষেত্রে ফেয়ার ইউজেস পলিসি নিষিদ্ধ করা হউক। তার ধরন এমন হতে পারে যে গতি (ইস্প্রিড) ভেদে দাম কম বেশি হতে পারে।
যারা আমার সাথে একমত আছেন তারা এখানে কমেন্ট করে দাবির সাথে একাত্ততা প্রকাশ করুন।
©somewhere in net ltd.