নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে, মন যা কর, ত্বরায় কর এই ভবে...

ম্যাক্সিমাস_৩৯

এমন মানব জনম আর কি হবে, মন যা কর, ত্বরায় কর এই ভবে...

ম্যাক্সিমাস_৩৯ › বিস্তারিত পোস্টঃ

গুগল সম্পর্কে ১০টি তথ্য, যা হয়ত এতদিন আপনার অজানাই ছিল...

২৮ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৫

গুগল.কম , প্রযুক্তি দুনিয়ার মহারাজার রাজপ্রাসাদের ঠিকানা । আমরা সবাই আজ যেকোনো প্রয়োজনে কি-বোর্ডে আঙ্গুল চালিয়ে খুঁজে ফিরি আমাদের দরকারি তথ্যগুলো এই সার্চ-ইঞ্জিন এ । আসুন এই ইন্টারনেট কোম্পানিটি সম্পর্কে কিছু তথ্য জানি :)



১. গুগল এর কোডে রয়েছে ২৩টি মার্কআপ এরর/ভুল ।





২. গুগল তার স্ট্রীট ভিউ ম্যাপের জন্যে যে পরিমান ছবি তুলেছে তার সর্বমোট পরিমান ৫০ মিলিয়ন মাইল রাস্তা ।





৩. গুগল এর উদ্যোক্তারা চেয়েছিলেন এর নাম হোক "Googol", কিন্তু গুগল এর একজন বিনিয়োগকারী তার চেক এ ভুলবশত "Googol" এর জায়গায় "Google" লিখেন এবং পরবর্তিতে সেই নামটিই থেকে যায় ।





৪. গুগলের সার্চ ইনডেক্স এর আকার ১০০ মিলিয়ন গিগাবাইট, ঐ পরিমান তথ্য যদি আমাদের নিত্যদিনের সঙ্গী হার্ড-ড্রাইভে রাখা হত তাহলে তার জন্যে ১ টেরাবাইটের ১ লক্ষ হার্ড-ড্রাইভ লাগত ।





৫. গুগল এর ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে মানুষ প্রতি মাসে যে পরিমান সময় ধরে ভিডিও দেখে তার পরিমান ৪ লক্ষ ৫০ হাজার বছর, যা আধুনিক মানবসভ্যতার যে সময় ধরে পৃথিবীতে টিকে আছে তার দ্বিগুণের চেয়েও বেশী ।





৬. গুগল কম্পিউটারকে লেখা পড়তে সাহায্য করার জন্যে ক্যাপচা ব্যবহার করে থাকে । প্রতিদিন ২০০,০০০ মিলিয়ন ক্যাপচা গুগল এ ব্যবহার করা হয় ।





৭. গুগল এর হোমপেইজ এর সাধারণ ডিজাইন এর মূল রহস্য হল, গুগল এর প্রধান উদ্যোক্তা Sergey Brin ও Larry Page এর কেউই HTML জানতেন না। চালু হবার পর থেকে অনেকদিন যাবত এর হোমপেইজে কোন সাবমিট বাটন ছিলোনা এবং সার্চ করতে হত রিটার্ন কি-তে ক্লিক করে।





৮. গুগল-ই হয়ত একমাত্র কোম্পানি যারা এই লক্ষ নিয়ে কাজ করছে যাতে মানুষ অনলাইনে আরও কম সময় কাটায় ।





৯. ২০১০, এর পর থেকে গুগল প্রতি সপ্তাহে একটি বা তার অধিক কোম্পানিকে কিনে নিচ্ছে।





১০. ২০১১ সালে গুগল এর মোট আয়ের ৯৬% ভাগ এসেছিল শুধুমাত্র বিজ্ঞাপন থেকে, যার মোট পরিমান ছিল $৩৭.৯ বিলিয়ন ডলার ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

ইখতামিন বলেছেন:
বেশ দারুন

২| ০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো জেনে।

৩| ০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

লেখোয়াড় বলেছেন:
তথ্যবহুল তথ্য।
আমাদেরকে জানানোর জন্য আপনাকে ধন্যবাদ।

ভাল থাকুন।

৪| ০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

ড. জেকিল বলেছেন: মজার মজার তথ্য।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.