নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে, মন যা কর, ত্বরায় কর এই ভবে...

ম্যাক্সিমাস_৩৯

এমন মানব জনম আর কি হবে, মন যা কর, ত্বরায় কর এই ভবে...

ম্যাক্সিমাস_৩৯ › বিস্তারিত পোস্টঃ

বোয়িং ৭৪৭ সুপার জাম্বো সম্পর্কে কিছু মজার তথ্য

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১১:৩২





বোয়িং ৭৪৭ সুপার জাম্বো - যা বহু দশক ধরে স্বীকৃত ছিল বিশ্বের সর্ববৃহৎ যাত্রীবাহী বিমান হিসেবে। ২০০৫ সালে ফ্রান্সের এয়ারবাস কোম্পানি নির্মিত এ৩৮০ চালু হওয়ার আগে পর্যন্ত আগে পর্যন্ত এ সুপার জাম্বো বিমানটি ছিল সবার কাছে এক বিস্ময়। আসুন জেনে নিই বোয়িং ৭৪৭ সুপার জাম্বো এর বেশ কিছু মজার তথ্য -



১) বোয়িং ৭৪৭ এ যে পরিমান বিদ্যুৎ ব্যবহৃত হয় তা দিয়ে ৪ লক্ষ ৮০ হাজার টি ৩২ ইঞ্চি ফ্লাট স্ক্রিন টিভি চালানো সম্ভব B-)



২) একটি বোয়িং ৭৪৭ প্রতি সেকেন্ডে ৩টি ফুটবল মাঠের সমান দুরত্ব অতিক্রম করতে পারে



৩) বোয়িং ৭৪৭ বিমান এর একটি স্ট্যান্ডার্ড ৪২.১৯৫ কি.মি. ম্যারাথন এর সমান দুরত্ব অতিক্রম করতে সময় লাগবে মাত্র ২.৫ মিনিটে



৪) একটি বোয়িং ৭৪৭ এর লেজের উচ্চতা প্রায় ৬ তলা বিল্ডিং এর উচ্চতার সমান হয়



৫) বোয়িং ৭৪৭ এর ডানার দৈর্ঘ্য এত বিশাল যে এর উপরে অনায়াসে ৪টি ৩ বেড ও ২ বাথরুম বিশিষ্ট ফ্ল্যাট রাখা যাবে এবং এর প্রতিটির আয়তন হবে প্রায় ১৩৭৫ স্কয়ার ফিট এর সমান :-*



৬) বোয়িং ৭৪৭ হচ্ছে সর্ববৃহৎ বানিজ্যিক বিমান যার দৈর্ঘ্য প্রায় ৭৬.৩ মিটার



৭) একটি বোয়িং ৭৪৭ তার যাত্রাপথে প্রায় ২ লক্ষ ৩৮ হাজার ৬০৪ লিটার জ্বালানী বহন করে এবং এটি উড্ডয়নকালে এর মোট ওজন দাঁড়ায় প্রায় ১০ লক্ষ পাউন্ড এর সমপরিমাণ



৮) বোয়িং ৭৪৭ এর শুধুমাত্র উপরের ডেকটির আয়তন বোয়িং এর অন্য একটি বিমান ৭৩৭-৭০০ এর সমগ্র আয়তনের সমান



৯) বোয়িং ৭৪৭ এর সবগুলো বিমান দিয়ে এখন পর্যন্ত যে পরিমান ফ্লাইট চালানো হয়েছে তার মোট পরিমান প্রায় ৭৭.৮ বিলিয়ন কি.মি.। কোন নভোযান যদি পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত মোট ১ লক্ষ ১ হাজার ৫০০ বার আসা-যাওয়া করে তাহলে সেটি এই পরিমান দুরত্ব অতিক্রম করবে ;)



১০) বোয়িং ৭৪৭ এর মোট বিমানবহর এ পর্যন্ত প্রায় ৫.৬ বিলিয়ন যাত্রী পরিবহন করেছে, যা পৃথিবীর মোট জনসংখ্যার হিসেবে প্রায় ৮০ ভাগ :



তথ্যসুত্রঃ বোয়িং এর ওয়েবসাইট

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৩

আমাবর্ষার চাঁদ বলেছেন: কত্ত কিছু যে জানার আছে.............
ধ্যন্যবাদ

২| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৮

নূর আদনান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, তথ্যগুলো জানানোর জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.