নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে, মন যা কর, ত্বরায় কর এই ভবে...

ম্যাক্সিমাস_৩৯

এমন মানব জনম আর কি হবে, মন যা কর, ত্বরায় কর এই ভবে...

ম্যাক্সিমাস_৩৯ › বিস্তারিত পোস্টঃ

এমিরেটস এয়ারলাইন্স সম্পর্কে ১৫টি চমকপ্রদ তথ্য যা হয়তো আপনাকে চমকে দেবে

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৯



এমিরেটস এয়ারলাইন্স, দুবাই ভিত্তিক একটি বিমান সংস্থা। এর যাত্রা শুরু হয় ১৯৮৫ সালে মাত্র দুটি পুরনো বোয়িং ৭২৭-২০০ বিমান ও ১০ মিলিয়ন ডলার মূলধন নিয়ে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এমিরেটস আজ বিশ্বের অন্যতম প্রধান বিমান সংস্থা।



আসুন এক ঝলকে দেখে নিই এই বিমান সংস্থাটি সম্পর্কে ১৫টি তথ্য যা হয়তো আপনাকে চমকে দিতে পারে-



১) এমিরেটস প্রতি সপ্তাহে শুধুমাত্র দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এর ৩ নম্বর টার্মিনাল থেকে ২৪০০ ফ্লাইট পরিচালনা করে। এই ফ্লাইটগুলো পরিচালিত হয় বিশ্বের ৬টি মহাদেশের ৬২টি দেশের ১০৩টি শহরে B-)



২) এমিরেটস পৃথিবীর সেই ৯টি এয়ারলাইন্স এর একটি যাদের বিমান বহরে কোনও ছোট আকৃতির বিমান নেই ;)



৩) এমিরেটস এর বহরে মোট ১৫১টি বিমান আছে যার মধ্যে ৭টি শুধুমাত্র কার্গো বিমান। এই বিমানগুলোর গড় বয়স ৬৯ মাস



৪) এমিরেটস এর বিমান বহরে সর্বোচ্চ সংখ্যক বোয়িং-৭৭৭ বিমান আছে। বর্তমানে এর বহরে আছে ৮৬টি বোয়িং-৭৭৭ এবং যোগ দেয়ার অপেক্ষায় আছে আরও ৫৫টি



৫) এমিরেটস এর বহরে পৃথিবীর সর্ববৃহৎ যাত্রীবাহী বিমান এয়ারবাস-এ৩৮০ আছে ১৩টি। আরও ৭৭টি এয়ারবাস-এ৩৮০ এর অর্ডার দেয়া আছে যেগুলো ধীরে ধীরে যোগ দেবে এই বহরে :P



৬) এমিরেটস এর মোট মুনাফার শতকরা ৩৬.৫ ভাগ আয় করে আমেরিকা ও ইউরোপ থেকে এবং এই মুনাফার শতকরা ৩৫.১ ভাগ ব্যয় করে বিমানের জ্বালানী কেনার পেছনে /:)



৭) এমিরেটস পৃথিবীর দশটি দীর্ঘতম বিরতিহীন বাণিজ্যিক যাত্রাপথের তিনটিতে ফ্লাইট পরিচালনা করে যেগুলো হলঃ দুবাই-লস অ্যাঞ্জেলস, দুবাই-সান ফ্রান্সিসকো, দুবাই-হিউস্টন। এর কোনও কোনটিতে আপনাকে হয়ত একটানা ১৪-১৭ ঘণ্টা উড়তে হবে আকাশপথে



৮) এমিরেটস যাত্রী পরিবহন, বিমান বহর এবং মুনাফার দিক দিয়ে মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ বিমানসংস্থা



৯) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এর ৩ নম্বর টার্মিনালটি শুধুমাত্র এমিরেটস এর ব্যবহারের জন্যে তৈরি করা হয়েছে, যার নির্মানে ব্যয় হয়েছে প্রায় ৪.৫ বিলিয়ন ডলার। এটি ফ্লোরস্পেস এর হিসেবে পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং, যার আয়তন ১৫ লক্ষ বর্গ মিটার বা ৩৭০ একর :-/



১০) এমিরেটস এর বিমানগুলোতে ICE (Information, Communication, Entertainment) নামক বিনোদন সিস্টেম ব্যবহার করা হয় এবং এতে প্রায় ৬০০ থেকে ১০০০টি পর্যন্ত চ্যানেল দেখার ব্যবস্থা রয়েছে



১১) এমিরেটস এই বিশাল বহরের বিমানগুলো এখন পর্যন্ত মাত্র ৩বার দূর্ঘটনার শিকার হয়েছে যার কোনটিতেই কেউ আহত হয়নি



১২) এমিরেটস এর মোট কেবিন-ক্রু এর সংখ্যা ১০,৭৮৫ জন। এই বিশাল সংখ্যক ক্রুগণ পৃথিবীর ১২০টি দেশ এর নাগরিক



১৩) IATA এর অনুসারে এমিরেটস আন্তর্জাতিক যাত্রী পরিবহন এর সক্ষমতার বিচারে সর্ববৃহৎ বিমান সংস্থা



১৪) ২০১০ সালের বার্লিন এয়ার শো'তে এমিরেটস ৩২টি এয়ারবাস-এ৩৮০ এর অর্ডার দেয় যা মোট মুল্য ছিল ১১.৫ বিলিয়ন ডলার। এটি যাত্রীবাহী বিমান এর অর্ডার এর দিক দিয়ে এখন পর্যন্ত একটি রেকর্ড ও সর্ববৃহৎ :)



১৫) Wharton article এর তথ্যমতে, এমিরেটস এর বর্তমান এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট Maurice Flanagan, “marketing” শব্দটাকে এত বেশী ঘৃণা করেন যে তিনি এমিরেটস-এ এর ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছেন ;)



তথ্যসুত্রঃ ইন্টারনেট

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৪

েবনিটগ বলেছেন: +++++++

২| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৪০

এডওয়ার্ড মায়া বলেছেন: ইন শা আল্লাহ নেক্সট ট্রাভেল করব এমিরেটস এ।পড়ে ভাল লাগল ।

৩| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৪

শান্ত কুটির বলেছেন: জেনে ভাল লাগলো। ইনশাল্লাহ ৭ অক্টোবর এমিরেটস এ ঢাকা- দুবাই- ম্যানচেস্টার ইউকে ভ্রমন করবো এবং ১৩ তারিখে লন্ডন-দুবাই হয়ে ঢাকা ফেরত আসবো। দোয়া করবেন।

৪| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:০১

ধুম্রজ্বাল বলেছেন: ৩ ঘন্টা'র বেশী যাত্রাবিরতি হলে (প্রায়ই যা হয়) দুবাই এয়ারপোর্টে ফুড কুপন দেয় যা আকর্ষনীয়। (অনেক করে জানেছি)

৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৮

পথহারা সৈকত বলেছেন: আমার কপাল খারাপ। :( :( :( :( একটা ট্রিপে ও পাইলাম না এমিরেটস কে........... :(( :(( :(( সামনের ট্রিপে ট্রাই মারুম.........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.